My opinion on Windows 11 / Windows10 vs Windows 11, which one should you have?



তো বিগত ১০ দিন ধরে Windows 11 ব্যবহার করার পরে আমার কেমন লাগলো Windows 11 অথবা Windows 11 Windows 10 থেকে কতো টুকু উন্নত সেটাই তুলে ধরব।

Windows 11 TPM 2.0 support করার দরুন অনেক ইউজারই আছেন যারা কিনা Windows 11 ইন্সটল করতে পারতেছেন নাহ। টাই তাদের মন খারাপ। তো আজকের ব্লগে আমরা দেখব Windows 10 ইউজারদের কি Windows 11 লাগবেই?

BTW there is no worry for you guys who don't have TPM 2.0 in system. TPM 2.0 Error যদি থাকেও আপনার পিসি-তে তবুও আপনি Windows 11 install করতে পারবেন। আমার এই ভিডিও টি দেখে নিন।




Windows 10 ২০১৫ এর মাঝামাঝি সময়ে Microsoft বাজারে আনে। আর ৬ টি বছর পরে Microsoft তাদের পরবর্তী version বা windows 11 বাজারে আনল।


Windows 10 vs. Windows 11 :  difference in the two OS

১.
Design and interface
যদি নিয়ে design and interface নিয়ে কথা বলি, তাহলে windows11 অবশ্যই এগিয়ে থাকবে সব দিক থেকে।  Microsoft তাদের win 11 এ অনেক সুন্দর ভাবে interface তাকে সাঝিয়েছে। icon বড় আর colorful and eye-catching। নামগুলোও বড় করা হয়েছে সহজে ও দূরে থেকে বুঝার জন্য। খুব সহজেই tabs spilt করা যাই শুধু মাত্র মাউস রেখেই।

২.
Android app integration
windows 10 তেও আমরা android apps ব্যবহার করতে পারতাম তবে তাহ অতটা ইউজার-ফ্রেন্ডলি ছিল নাহ যাহ windows 11 এ আছে।


৩.
Better virtual desktop support
windows 10 এ শুধু মাত্র new virtual desktop বা new desktop তৈরি করা যেত। কিন্তু তাহ একই থাকতো মুল desktop এর সাথে। কিন্তু এইবার windows 11 এর virtual desktop সম্পূর্ণ রুপে নিজের মতো করে customized করে নেওয়ার সুযোগ রয়েছে। নাম, রঙ, লুক সব কিছুই customizable।

৪.
Easier transition from monitor to laptop
খুব সহজে আর ঝামেলা ছাড়াই monitor to monitor ভাগাভাগি করা যাবে windows 11 এ।

৫.
Microsoft Teams added to the Taskbar
Microsoft team support আমরা টাস্কবারেই পেয়ে যাচ্ছি, তাই যেকোনো প্রয়োজনে খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারব।

৬.
Widgets (well, sort of)
windows 7 এর widgets এর কথা মনে আছে? কত কাজেরই নাহ ছিল তাহ। কিন্তু win 8, win 8.1, win 10 এ আমরা তাহ পাই নি। যদিও Microsoft তাদের win 10 21h1 এ windows 10 এর taskbar এ একটা widgets দিয়েছে কিন্তু সেটা আমার মতে অতটা কাজের নাহ। অবশেষে windows 11 এ Microsoft আরও  improved, well optimized widgets দিয়েছে। কিন্তু এটা ব্যবহার করতে হলে অবশ্যই Microsoft Account টি লগইন থাকতে হবে।

৭.
Enhanced touchscreen, voice and pen support
Cortana কে আরও AI সমৃদ্ধ করা হয়েছে। একই সাথে touch এর জন্য অনেক optimized করা হয়েছে।

৮.
Xbox tech to improve gaming
এক কথায় যদি বলতে চাই, এখন গেম হবে fluent, marvelous & just awesome. কারন এতটাই improved করা হয়েছে Xbox কে। তার উপর bonus হিসেবে তো android games আছেই। তাই গেম নিয়ে এইবার কোন কথায় হবে নাহ boss জাস্ট খেলা হবে।

Post a Comment

0 Comments