আসলে আমাদের ফোনে যেই voice recorder থাকে সেটা এতটা optimized থাকে নাহ। যার ফলে সেটা দিয়ে খুব ভাল মানের voice রেকর্ড করা যায় নাহ।
আর ফোনে কোম্পানিদেরও খুব একটা প্রয়োজন নেই built-in voice recorder টাকে improve করার। কারন সেটার কাজ তো শুধু মাত্র কল করার জন্য। তাহলে কোম্পানিগুলোই বা কেনো অঝাথা তাদের ফোনের মূল্য বৃদ্ধি করতে যাবে। Mid-Range ফোনের মুল টার্গেটই থাকে মূল্য কমানো...
RecFroge II - Audio Recorder হচ্ছে সব থেকে ভাল একটা Voice Recorder ফোনের জন্য। এটা কম্পিউটারের Audacity এর মতই অনেক উন্নত মানের একটা Voice Recorder। এটার ইউজার ইন্টারফেসও অনেক সহজ। যে কেউ একবার এই ব্যবহার করতে পারবে অনায়াশে।
RecFroge II - Audio Recorder এর দুইটা ভার্সন PlayStore এ পাওয়া যায়। একটা ফ্রী আর একটা পেইড। দুইটার মধ্যে Features এর দিক থেকে কোন পার্থক্য নেই। ফ্রী ভার্সনে Ads আসে এই টুকুই।
নিচে PlayStore এর লিংক দিয়ে দেওয়া হল। আর অডিও Quality কেমন হয়, সেটার জন্য আমার নিজের Record করা ভিডিও-ও দিয়ে দেওয়া হল। যাতে করে আপনরা নিজেই দেখে নিটে পারেন Recording Quality।
paid ভার্সনটা মাত্র ৩২০ টাকা। তাই আমি যদি quality বিবেচনা করি তাহলে বলায় যায় যে একটা আজাইরা মাইক্রোফোন ১০০-২০০ টাকা দিয়ে কিনার থেকে, যারা beginners, মাত্র কাজ শুরু করতেছেন তাদের জন্য ৩২০ টাকা দিয়ে এই (RecForge II Pro - Audio Recorder) সফটওয়্যার-টাই ভাল হবে।
N.B:- RecFroge II - Audio Recorder didn't sponsorship this. This is a honest review after using the software.
Audio Quality :-
0 Comments