Smartphone for Snapdragon Insiders


Qualcomm তাদের নিজস্ব ফোন মার্কেটে ছাড়বে খুব শীঘ্রই । কিন্তু এটাই কি তাদের প্রথম ফোনে? উত্তর হচ্ছে নাহ। Qualcomm প্রতি বছর তাদের নিজস্ব ফ্যাক্টরিতেই ফোন তৈরি করে তাদের নতুন নতুন প্রসেসরগুলো পরীক্ষা করার জন্য। কিন্তু এইবার Qualcomm প্রথমবার তাদের কোন ফোন বাজারে ছাড়তে যাচ্ছে। ফোনটির নাম দেওয়া হয়েছে Snapdragon Insiders । এই ফোনটি খুবই কম সংখ্যাই বাজারে ছাড়া হবে। ফোনটি মুলত যারা Tech Enthusiast তাদের জন্যই তৈরি করা হবে। আপনি বা আমি চাইলেও কিনতে পারব নাহ। কারন মূল্যটাও রাখা হয়েছে সেই রকম ভাবেই। $1490 মূল্য নির্ধারণ করা হয়েছে এটির। যেখানে iPhone 12 max pro এরও মূল্য মাত্র $1200।

এই ফোনের বিশেষত্ব হচ্ছে এই ফোনটিতে ব্যবহৃত সব কিছুই Qualcomm এর তৈরি।


ফোনটিতে রয়েছে ঃ- 

Snapdragon 888 5g processor.

6th-gen Qualcomm AI Engine with 26 TOPS AI performance.

Connectivity powerhouse with advanced 5G and Wi-Fi 6.

Powerful high-performance graphics Responsive, hyper-realistic action

Snapdragon Sound technology Premium audio performance

Qualcomm 3D Sonic Sensor, Gen 2 Fast unlock with dry or wet fingerprints

Qualcomm Quick Charge 5 Technology (65W) Charger


Processor

প্রসেসর নিয়ে নতুন করে বলার তো কিছুই নেই। আমরা সবাই QUALCOMM এর প্রসেসর সম্পর্কে জানি। আর ইতি মধ্যে অনেক ডিভাইসেই 888 G এর performance আমরা দেখেছি।


Audio

Qualcomm অনেক আগে থেকেই sound technology এর সাথে যুক্ত। তারই সুবাদে আমরা দেখতে যাচ্ছি SNAPDRAGON SOUND বুইল্ট-ইন ভাবে। এই চিপ এর বিশেষত্ব হচ্ছে এটি 24 bit 96khz এর ফাইল wireless ভাবে কোন প্রকার latency ছাড়াই ট্রান্সফার করতে পারে।


Connectivity

বিশ্বের সব থেকে উন্নত আর শক্তিশালী connectivity ব্যবহার করা হয়েছে  এই ফোনে। 5G mmWave and sub-6 GHz connectivity যাহ ৭.৫ Gbps ডাউনলোড এবং ৩ Gbps আপলোড করতে সক্ষম।

Wifi এর জন্য ব্যবহৃত হয়েছে Wi-Fi 6 and Wi-Fi 6E যাহ কিনা up to 3.6 Gbps পর্যন্ত ডাটা আদানপ্রদান করতে পারে।

সব থেকে কাজের জিনিস হচ্ছে এর Bluetooth connectivity। কারন এটা 0 latency তে ডাটা ট্রান্সফার করতে পারে। ফলে streaming and game play এর সময় সাউন্ডের সমস্যা হবে নাহ, latency থাকবে নাহ আর। একই সাথে অডিও হবে crisp, reliable and responsive। শুধু তাই নই, Qualcomm ব্যবহার করেছে dual Bluetooth 5.2। তাই অডিও নিয়ে কোন কথাই হবে নাহ।


Gaming

Qualcomm Adreno 660 GPU ফলে গেম খেলা হবে অসাধারণ। কারন এই চিপ আগের তুলনায় 35% faster graphics render করতে পারে। এর সাথে থাকছে Variable Rate Shading, Qualcomm Game Quick Touch, True 10-bit HDR যার ফলে খেলার সময় ২০% বেশি responsiveness পাওয়া যাবে তার সাথে তো ultra-realistic graphics আছেই।

এবং বক্সেই দেওয়া থাকবে Qualcomm এর Premium Earbuds True Wireless Sound.


Camera

ফোন টিতে ৩টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে Main Cam, Ultra Wide with macro shot capable and 4x Telephoto Cam। সেন্সর হিসেবে থাকবে Sony IMX 686। ফোনে Qualcomm Spectra 580 ISP ব্যবহৃত হয়েছে যাহ কিনা professional quality image processing চিপ। যার ফলে ছবি গুলো ultra realistic, eye charming, vivant হবে। ব্যবহৃত চিপটি AI-powered হবার দরুন নিজে থেকেই Object Track করে Zoom করতে সক্ষম। 2.7 Gigapixels per second, Triple 14-bit ISP সাথে 8k video recording করতে সক্ষম তাও আবার OIS সহ।

Back Camera specs:-

                            64 MP, f/1.7, 26mm (wide), 1/1.33", 0.8µm, PDAF, Laser AF, OIS

                            8 MP, f/2.2, 120˚, 13mm (ultrawide), 1/2.55", 1.4µm

                            12 MP, f/3.0, 120mm (periscope telephoto), 1.0µm, PDAF, OIS, 3x optical zoom,50x hybrid zoom


Front Camera specs:-

                            20 MP, f/2.0, 26mm (wide), 1/3.2", 1.22µm, Dual Pixel PDAF


Design

এই ফোনটির ডিজাইন করেছে Asus। তাই আমারা এই ফোনের লুকের সাথে Asus ROG 5 লুকের অনেক মিল পাবো। হতেও পারে এর অনেক component আসুস থেকেই নেওয়া।

Display Specs:-

                            Dynamic AMOLED , 144Hz, HDR10+.

                            1440 x 3088 pixels (~496 ppi density).

                            Corning Gorilla Glass Victus.

                            Always-on display.

                            Peek brightness 800 nits.


Others

ফোনটিতে Qualcomm Quick Charge 5 Technologyব্যবহার করা হয়েছে যার ফলে এটি এর 4,000 mHa ব্যাটারি খুব অল্প সময়ের মধ্যেই চার্জ করতে পারবে। এর সাথে Enhanced Braided Cables ব্যবহার করা হয়েছে যাহ অনেক সময় পর্যন্ত টিকসই হবে।


                                        


এছাড়া রয়েছে Custom Rubber Bumper যার ফলে edge গুলোও সহজে ড্যামেজ হবে নাহ। আর সহজে হাত থেকেও পরে যাবে নাহ।


Storage

UFS 3.1 512GB, 16GB LPDDR5x RAM




source : www.qualcomm.com

Post a Comment

0 Comments