2 Apps --- every Professional Videographer needed ---

যারা কিনা Professional Videographer তাদের জন্য আজকের ব্লগটি অনেক কাজের হতে চলেছে। আজকে আমি Professional Videographer দের জন্য দুইটি অ্যাপস নিয়ে কথা বলব।


1.


 Professional মানের Videography জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সূর্য বা আলো। ভালো মানের ভিডিওের জন্য ভালো আলো প্রয়োজন পরে। কিন্তু একজন মানুষ তো আর জানে নাহ কখন কথায় ভালো আলো থাকবে। ঘরের ভিতর শুটিং এর ক্ষেত্রে তো নিজের ইচ্ছামত আলোর উৎস তৈরি করা যায় কিন্তু বাইরে গেলে? বাইরে গেলে প্রয়োজন পরে সূর্যের আলোর। আর তখনই আসে Sun Locator অ্যাপটি। এর কাজ হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়া কোথায়, কখন কেমন সূর্য থাকবে। শুধু তাই নয়, সূর্য কত টুকু ছায়া তৈরি করবে, ছায়া কেমন হবে, কোন আঙ্গেলে পরবে, কত সময় থাকবে সব কিছুই আপনি জানতে পারবেন কেবল তাই নয় সাথে করে লাইভ প্রিভিউও দেখতে পারবেন।

অ্যাপটি প্লে স্টোরে ফ্রী এবং পাইড দুইটা ভার্সনে পাওয়া যায়। দুইটার মধ্যে খুব সামান্য কিছু তফাৎ রয়েছে। আপনি চাইলে প্রথমে ফ্রী ভার্সনটি নামিয়ে দেখে তার পরে সিদ্ধান্ত নিতে পারেন আপনি কিনবেন কি কিনবেন নাহ। কিন্তু কথা দিতে পারি Professional Videographer দের জন্য অ্যাপটি খুবই কাজের।

Play Store Link (free) :- Click Here

Play Store Link (paid) :- Click Here



2.


আজকের ব্লগ এর ২ নাম্বার অ্যাপটি হচ্ছে mark clapperboard. এটি একটি scene count app. যখন অনেক বড় ভিডিও শুট করা হয় তখন scene নাম্বার দিয়ে মনে রাখতে কোনটার পরে কোনটা। তার জন্য video scene cutter plate ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যারা শর্ট ফ্লিম তৈরি করে বা নিজে একা তৈরি করে তখন কাজটি কষ্ট সাধ্য হয়ে পরে। তার জন্যই  এই অ্যাপ। এইটি আপনি আপনার ফোনে ইন্সটল করে নিলেই কাজ শেষ। আর প্রতিটা শট এর শুরুতে অ্যাপে ক্লিক করলে সাউন্ড তৈরি হবে যাহ ক্যামেরা রেকর্ড করে নিবে। তার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কখন শট রিটেক নেওয়া হয়েছে।এডিট করার সময় খুব সহজেই বুঝতে পারবেন কোন শট টা রাখতে হবে আর কোনটা বাদ দিতে হবে। যার ফলে আপনার সময় বেচে যাবে অনেক।

Play Store Link :- Click Here

Post a Comment

0 Comments