২০-২৫ হাজার বাজেটে সেরা ৫টি ফোন - Best Phones in 20k-25k

আমাদের দেশে সব থেকে বেশি বিক্রি হওয়া ফোনগুলো সাধারনত ২০-২৫ হাজার টাকা মধ্যে হয়ে থাকে। তাই ফোন কোম্পানিগুলো এই দামের মধ্যে নিত্য নতুন ফোন বাজারে নিয়ে আসে। ২-৩ বছর ব্যবহার করার জন্য আমরা ফোন কিনে থাকি। একই দামে যখন অনেক ফোন পাওয়া যায় তখন কাজ টা কঠিন হয়ে পরে। 

২০-২৫ হাজার টাকার মধ্যে বর্তমান সময়ের সব থেকে ভালো ফোনগুলো নিয়ে তাই আজকের আলোচনা। এই সময় মার্কেট বিবেচনায় যেই ৫টি ফোন একজন ব্যবহারকারীর জন্য ভালো হবে সব দিক বিবেচনায় ( display, camera, gaming, battery, long lasting ) সেই রকম ৫টি ফোন নিচে আলোচনা করা হল। যারা এই সময় ২০ হাজার টাকার মধ্যে ফোন কিনার কথা ভাবতেছেন তাদের কাজ টাকে সহজ করতেই আমি নিচে বেষ্ট ৫ টা ফোন নিয়ে কথা বলব যাতে করে আপনি আপনার ডিসিশন নিতে পারেন।


১.    Oppo F19    ২১,৯৯০ (৬/১২৮ eMMC 5.1 )

6.43 inches, (Punch-hole) Full Hd+ AMOLED display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 662 (11 nm), 2.0 GHz এর একটি  Octa-core প্রসেসর এবং Adreo 610 জিপউ। Android 11 (ColorOS 11.1) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 33W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 48+2+2 ), আর সামনে 16 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি এপ্রিল ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।


২.    Realme 8    ২২,৯৯০ (৮/১২৮ UFS 2.1 )

6.4 inches, (Punch-hole) Full Hd+, 90Hz Super AMOLED display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G95 (12 nm), 2.0 GHz এর একটি  Octa-core প্রসেসর এবং Mali-G76 MC4 জিপউ। Android 11 (Realme UI 2.0) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 30W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 64+8+2+2 ) যেটা দিয়ে 4k ও সামনে 16 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মার্চ ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।


৩.    Xiaomi Redmi Note 10    ২২,৯৯০ (৬/১২৮ UFS 2.2 )

6.43 inches, (Punch-hole) Full Hd+ Super AMOLED display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 678 (11 nm), 2.0 GHz এর একটি  Octa-core প্রসেসর এবং Adreo 612 জিপউ। Android 11 (MIUI 12) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 33W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 48+8+2+2 ) রয়েছে যাহ দিয়ে 4k পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, আর সামনে 13 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মার্চ ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।


৪.    Xiaomi Redmi Note 10s    ২৪,৯৯০ (৬/৬৪ eMMC 5.1 )

6.43 inches, (Punch Hole) Full Hd+ AMOLED display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G95 (12 nm), 2.0 GHz এর একটি  Octa-core প্রসেসর এবং Mali-G76 MC4 জিপউ। Android 11 (MIUI 12.5) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 33W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 64+8+2+2 )যেটা দিয়ে 4k ও সামনে 13 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মার্চ ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।


৫.    Samsung Galaxy A32 5G    ২৫,৯৯০ (৬/১২৮ eMMC 5.1 )

6.5 inches, (Minimal Notch) Hd+, TFT display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio Dimensity 720 5G (7 nm), 2.0 GHz এর একটি  Octa-core প্রসেসর এবং Mali-G57 MC3 জিপউ। Android 11 (One UI 3.1) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 15W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 48+8+2+2 ) যেটা দিয়ে 4k ও সামনে 13 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি জানুয়ারি ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।

কিন্তু যারা শুধু মাত্র ব্রান্ড ভ্যালুর জন্য কিনবেন বা  5G আছে জন্য ফোনটি কিনবেন বলে ভাবতেছেন তাদের জন্য বলার এই টুকুই আছে যে যখন দেশে 5G-ই নেই তখন 5G ফোন কিনে কি করবেন? আগামী ৫-৭ বছর পর দেশে 5G আসলে তখন 5G কাজে দিবে এখন show off করতেই কাজে দিবে আর কিছুই নয়।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments