এই লক-ডাউনে আমরা সবাই জানি Computer Component গুলোর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। আর GPU এর কথা নাই বা বলি। সেটা তো ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু প্রয়োজনের খাতিরে অনেকরই কম্পিউটার কিনার প্রয়োজন পরছে। কিন্তু দাম বেশি দেখে বুঝতে পারতেছেন নাহ কোনটা রেখে কোনটা কিনবে, কিভাবে সাজাবেন নিজের সখের কম্পিউটার-টি।
নিচে যারা ৪৩ হাজার টাকার মধ্যে RGB computer কিনতে চান তাদের জন্য Best-Value-Price পিসি build দেওয়া হলো।
এটা দিয়ে সব ধরণের কাজই করা যাবে। Programming, Mid-Gaming, Coding, Editing.
CPU Intel 10th Gen Comet Lake Core i3 10100 13,200 /-
Motherboard Asus PRIME H510M-A Wi-Fi DDR4 Motherboard 10,200 /-
Storage (primary) Adata XPG SPECTRIX S40G RGB 512GB M.2 2280 7,500 /-
RAM G.Skill Trident Z 8GB DDR4 2400MHz Desktop RAM 5,300 /-
Casing Value Top VT-B700 Gaming Case 2,700 /-
Mouse Havit MS1010 RGB Backlit Gaming Mouse 500 /-
Keyboard Havit KB505L USB Backlit Gaming Keyboard 740 /-
PSU Gigabyte GP-P450B 450W Non Moduler 80 Plus Bronze 3,500 /-
Total 43,640/-
Power Supply টি optional.
কারণ, আপনি ভবিষ্যতে কি রকম GPU ব্যবহার করবেন, কতোটি HDD ব্যবহার করবেন তার উপর ভিত্তি করে সেই power consume এর উপর ভিত্তি করে আপনাকে PSU টি কিনতে হবে।
তবে যদি আপনি ১5 হাজারের মধ্যে GPU কিনবেন বা যেই GPU এর 6 pin connector প্রয়োজন, সেই ক্ষেত্রে উপরের-টি কিনতে পারেন।
আর Monitor এর জন্য নিচের Monitor গুলো দেখতে পারেন। ১০-১৮ হাজার টাকা বাড়তে হবে মনিটর ভেদে।
1. Philips 226E9QDSB 21.5 Inch IPS 11,500/-
2. Samsung T35 22 Inch FHD IPS 12,500/-
3. Dell SE2219HX 21.5 Inch LED Full HD 13,000/-
4. Samsung T35 24 Inch FHD IPS LED Flat 14,300/-
5. Samsung C24F390FHW 23.5 Inch Curved 14,900/-
5. LG 24MK600M 24 inch IPS Full HD 18,500/-
0 Comments