এই লক-ডাউনে আমরা সবাই জানি Computer Component গুলোর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু প্রয়োজনের খাতিরে অনেকরই কম্পিউটার কিনার প্রয়োজন পরছে। কিন্তু দাম বেশি দেখে বুঝতে পারতেছেন নাহ কোনটা রেখে কোনটা কিনবে, কিভাবে সাজাবেন নিজের সখের কম্পিউটার-টি।
নিচে যারা ২৩ হাজার টাকার মধ্যে RGB computer কিনতে চান তাদের জন্য Best-Value-Price পিসি build দেওয়া হলো।
এটা দিয়ে টুকটাক gaming, editing করা যাবে। GPU ছাড়াই 1080p editing করা সম্ভব। আর official কাজগুলো খুব আরামেই করা যাবে।
Motherboard Gigabyte H410M S2H V2 Intel Motherboard 7,800 /-
Storage (boot device) Hikvision E100N 128GB M.2 2280 2,150 /-
RAM Adata 4GB DDR4 2666MHz 2,400 /-
Casing Value Top VT-B700 Gaming Case 2,700 /-
Mouse Havit MS1010 RGB Backlit Gaming Mouse 500 /-
Keyboard Havit KB505L USB Backlit Gaming Keyboard 740 /-
Total 23,090/-
Power Supply টি optional.
কারণ, আপনি ভবিষ্যতে কি রকম GPU ব্যবহার করবেন, কতোটি HDD ব্যবহার করবেন তার উপর ভিত্তি করে সেই power consume এর উপর ভিত্তি করে আপনাকে PSU টি কিনতে হবে।
তবে যদি আপনি ১০ হাজারের মধ্যে GPU কিনবেন বা যেই GPU এর 6/8 pin connector প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে নিচের টি কিনতে পারেন। সেই ক্ষেত্রে মোট খরচ পরবে ২৫,৫৯০৳ ।
PSU Thermaltake W0422RE Litepower Black 350W 2,500 /-
0 Comments