১০ হাজার টাকার মধ্যে বর্তমান সময়ের সব থেকে ভালো ফোনগুলো নিয়েই আজকের আলোচনা। যারা এই সময় ১০ হাজার টাকার নিচে ফোন কিনার কথা ভাবতেছেন তাদের কাজ টাকে সহজ করতে আমি নিচে বেষ্ট ৫ টা ফোন নিয়ে কথা বলব যাতে করে আপনি আপনার ডিসিশন নিতে পারেন।
১. Symphony ATOM II ৭,৭৯০ (২/৩২)
6.52 inches display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ১.৫ GHz এর একটি Octa-core প্রসেসর এবং PowerVR GE8322 জিপউ। Android 10 (Go Edition) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 4000 mAh. পিছনে ও সামনে 8 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি জুন ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
২. itel Vision 2 Plus ৮,৯৯০ (২/৩২)
6.8 inches display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ১.৬ GHz এর একটি Octa-core প্রসেসর এবং PowerVR IMG8322 জিপউ। Android 10 (Go Edition) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh. পিছনে ১৩ ও সামনে ৫ Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি জুন ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
৩. Realme C20A ৮,৯৯০ (২/৩২)
6.5 inches display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ২.৩ GHz এর একটি Octa-core প্রসেসর ( Mediatek Helio G35 (12 nm) ) এবং PowerVR GE8320 জিপউ। Android 10 এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh যাহ 10W Fast Charging সাপোর্ট করে। পিছনে 8 ও সামনে ৫ Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মে ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
৪. Symphony Z40 ৯,৯৯০ (৩/৩২)
6.5 inches display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ২.৩ GHz এর একটি Octa-core প্রসেসর ( Mediatek Helio G35 (12 nm) ) এবং PowerVR GE8320 জিপউ। Android 10 এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh যাহ 10W Fast Charging সাপোর্ট করে। পিছনে ১৩+২+৫ ও সামনে ১৩ Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মার্চ ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
৫. itel Vision 2 Plus ৯,৯৯০ (৩/৬৪)
6.8 inches display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ১.৬ GHz এর একটি Octa-core প্রসেসর এবং PowerVR IMG8322 জিপউ। Android 10 (Go Edition) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh. পিছনে ১৩ ও সামনে ৫ Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি জুন ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
0 Comments