১৫ হাজার টাকার মধ্যে বর্তমান সময়ের সব থেকে ভালো ফোনগুলো নিয়েই আজকের আলোচনা। এই সময় মার্কেট বিবেচনায় যেই ৫টি ফোন একজন ব্যবহারকারীর জন্য ভালো হবে সব দিক বিবেচনায় ( display, camera, gaming, battery, ) সেই রকম ৫টি ফোন নিচে আলোচনা করা হল। যারা এই সময় ১৫ হাজার টাকার নিচে ফোন কিনার কথা ভাবতেছেন তাদের কাজ টাকে সহজ করতেই আমি নিচে বেষ্ট ৫ টা ফোন নিয়ে কথা বলব যাতে করে আপনি আপনার ডিসিশন নিতে পারেন।
১. Walton Primo RX8 Mini ১১,৯৯০ (৪/৬৪)
6.3 inches Full Hd+ IPS display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 660 (14 nm) 2.2 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Adreno 512 জিপউ। Android 10 এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 3600 mAh (non-removable) যাহ 18W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 12+8+5 ) ও সামনে 13 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p), EIS ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি জুন ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ সব দিক বিবেচনায় ফোনটি অনেক ভালো। ভালো ক্যামেরা, এই বাজেটে ফুল এইচডি ডিসপ্লে, ৪ বছর পুরনো হলেও spandragoan 660 প্রসেসর। কিন্তু ব্যাটারি-টা সত্যি বললে অনেক কম হয়ে গিয়েছে। যদিও ফোনের বক্সেই 18w চার্জার দেওয়া থাকবে কিন্তু কম করে হলেও 4,700 mha ব্যাটারি দেওয়া উচিত ছিল।
২. Tecno Spark 7 ১১,৯৯০ (৪/৬৪)
6.5 inches Hd+ IPS display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G70 (12 nm) 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (HiOS 7.5) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 6000 mAh (non-removable) যাহ 10W Fast Charging (usb type - micro port ) সাপোর্ট করে। পিছনে ( 16+AI ) ও সামনে 8 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি এপ্রিল ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ সব দিক বিবেচনায় ফোনটি অনেক ভালো। এই বাজেটের বেষ্ট ক্যামেরা ফোন হচ্ছে এটি। যারা কিনা অনেক ভালো ক্যামেরা চান তারা এই ফোনটি দেখতে পারেন। তবে এই ২০২১-এ এসেও micro usb এই ফোনের সব থেকে খারাপ দিক তার উপর নেই 18w চার্জের ব্যবস্থা।
৩. Infinix Hot 10S ১২,৯৯০ (৪/১২৮)
6.82 inches Hd+ IPS display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G85 (12 nm) 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (XOS 7.6) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 6000 mAh (non-removable) যাহ 10W Fast Charging (usb type - micro port ) সাপোর্ট করে। পিছনে ( 48+2+AI ) ও সামনে 8 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মে ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ সব দিক বিবেচনায় এই বাজেটের অন্যতম সেরা ফোন এটি। এই ফোনের সব থেকে ভালো দিক হচ্ছে এর ১২৮ জিবি স্টোরেজ। তার সাথে ভালো ক্যামেরা, বিশাল ব্যাটারি, ভালো বুইল্ড কোয়ালিটি, ভালো ডিসপ্লে সব মিলিয়ে ১৩ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোন। তবে এই ২০২১-এ এসেও micro usb এই ফোনের সব থেকে খারাপ দিক তার উপর নেই 18w চার্জের ব্যবস্থা।
৪. Tecno Spark 7 Pro ১৩,৪৯০ (৪/৬৪)
6.6 inches Hd+ IPS display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G80 (12 nm) 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (HiOS 7.5) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 18W Fast Charging (usb type - micro port ) সাপোর্ট করে। পিছনে ( 48+8+2 ) ও সামনে 8 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মে ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ এই বাজেটের বেষ্ট ক্যামেরা ফোন হচ্ছে এটি। যারা কিনা অনেক ভালো ক্যামেরা চান তারা এই ফোনটি দেখতে পারেন। তার সাথে বিশাল ব্যাটারি, ভালো বুইল্ড কোয়ালিটি, 90hz এর ডিসপ্লে সব মিলিয়ে ১৩,৫০০ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোন। তবে এই ২০২১-এ এসেও micro usb এই ফোনের সব থেকে খারাপ দিক। তার উপর 18w চার্জের ব্যবস্থা থাকলেও ফোনের বক্সে 10w চার্জার দেওয়া আছে যাহ দিয়ে সম্পূর্ণ ব্যাটারি চার্জ করতে ২-২.৩০ ঘণ্টা সময় লেগে যায়।
৫. Realme C25s ১৪,৪৯০ (৪/৬৪)
6.5 inches Hd+ IPS display এবং 2G, 3G, 4G connectivity সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G85 (12 nm) 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (Realme UI 2.0) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 6000 mAh (non-removable) যাহ 18W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 13+2+5 ) ও সামনে 8 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি জুন ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ সব দিক বিবেচনায় বর্তমান সময়ে ১৫ হাজারের মধ্যে সব থেকে ভালো ফোন হচ্ছে এটি। ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, Helio G85 প্রসেসর, লং লাস্টিং ব্যাটারি, type c সাথে 18w এর চার্জার বক্সেই দেওয়া।
0 Comments