সাধারণ ট্রাবলশুটিং (প্রিন্ট হচ্ছে না / প্রিন্টার কাজ করতেছে নাহ)

আপনি যদি দেখেন যে হটাত করেই আপনার প্রিন্টার কাজ করতেছে নাহ, তাহলে নিজের ধাপ গুলো অনুসরণ করবেন। আশা করি পুনরাই কাজ করবে।

প্রিন্ট হচ্ছে না / প্রিন্টার কাজ করতেছে নাহ

১. প্রিন্টারের সাথে পাওয়ার ক্যাবলটি সংযুক্ত আছে কিনা দেখতে হবে।

২. প্রিন্টার অন/চালু করা আছে কিনা দেখতে হবে।

৩. কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা ক্যাবল সংযুক্ত আছে কিনা দেখতে হবে। প্রিন্টারের ভিতরে কোনাে প্রকার কাগজ কিংবা অন্য কোনাে কিছু আটকে আছে কিনা তা প্রিন্টার খুলে ভালােভাবে পরীক্ষা করতে হবে।

৪. প্রিন্টারের কার্টিজে কালি আছে কিনা তা দেখতে হবে অথবা প্রিন্টার থেকে কার্টিজটি খুলে ভালােভাবে নেড়ে পুনরায় কার্টিজটিকে যথাযথ স্থানে স্থাপন করে দেখতে হবে। প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল কিংবা ব্রিংকিং হলুদ বাতি জ্বলতে থাকে তাহলে প্রিন্টারের রিসেট বাটনে চাপ দিতে হবে।

৫. যদি সমস্যা সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টারের সাথে সরবরাহকৃত ড্রাইভার সফ্টওয়্যারটি ইনস্টল করতে হবে।

৬. সব কিছুর পরও যদি সমস্যার সমাধান নাহ হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি বলতে পারেন। we'll try our best to help you out.


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments