Lexis Audio Editor

আজকে আমি আপনাদের সাথে একটা কাজের apps এর সাথে পরিচয় করিয়ে দিবো। আমরা যারা phone দিয়ে অডিও এডিট করি বা করতে চাই, তাদেরকে আজকে একটা অসাধারণ Audio Editor এর সাথে পরিচয় করিয়ে দিবো।



Lexis Audio Editor কে বলা হয়ে থাকে, ফোনের audacity software। আমরা সবাই জানি যে কম্পিউটারে যদি অডিও রেকর্ড করতে হয় তাহলে Audacity উপর কোনো software হতে পারে নাহ বা নেই। ফোনের ক্ষেত্রে Lexis ও তেমনিই একটা softwareaudacity এর মতো Lexis ও একটি ফ্রী software। আমি নিচে PlayStore থেকে ইন্সটল করার লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন।

Lexis এর ইন্টারফেসও খুবই সহজ। যে কেউ অনায়াসে একবারেই expert হয়ে যেতে পারবেন।

Download Link


Post a Comment

0 Comments