আমাদের দেশে সব থেকে বেশি বিক্রি হওয়া ফোনগুলো সাধারনত ১৫-২৫ হাজার টাকা মধ্যে হয়ে থাকে। তাই ফোন কোম্পানিগুলো এই দামের মধ্যে নিত্য নতুন ফোন বাজারে নিয়ে আসে। ২-৩ বছর ব্যবহার করার জন্য আমরা ফোন কিনে থাকি। একই দামে যখন অনেক ফোন পাওয়া যায় তখন কাজ টা কঠিন হয়ে পরে।
২০ হাজার টাকার মধ্যে বর্তমান সময়ের সব থেকে ভালো ফোনগুলো নিয়ে তাই আজকের আলোচনা। এই সময় মার্কেট বিবেচনায় যেই ৫টি ফোন একজন ব্যবহারকারীর জন্য ভালো হবে সব দিক বিবেচনায় ( display, camera, gaming, battery, long lasting ) সেই রকম ৫টি ফোন নিচে আলোচনা করা হল। যারা এই সময় ২০ হাজার টাকার মধ্যে ফোন কিনার কথা ভাবতেছেন তাদের কাজ টাকে সহজ করতেই আমি নিচে বেষ্ট ৫ টা ফোন নিয়ে কথা বলব যাতে করে আপনি আপনার ডিসিশন নিতে পারেন।
১. Tecno Camon 17 ১৬,৯৯০ (৬/১২৮ eMMC 5.1 )
6.6 inches, (Punch-hole) Hd+ IPS display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G85 (12 nm), 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (HiOS) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 18W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 48+2+AI ) ও সামনে 16 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মে ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ ২০২১ এ এসে ১৭ হাজার টাকার একটা ফোন HD ডিসপ্লে সত্যি বললে মানান সই নয়। এমন যদি হত যে 90hz panel তাও একটা কথা ছিল কিন্তু সেটাও নয়। ডিসপ্লে-র দিকটি সাইডে রেখে বিবেচনা করলে ফোনটি অনেক ভালো। ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, Helio G85 প্রসেসর, লং লাস্টিং ব্যাটারি, type c সাথে 18w এর চার্জার বক্সেই দেওয়া।
২. Xiaomi Redmi Note 8 2021 ১৭,৯৯০ (৪/৬৪ eMMC 5.1 )
6.3 inches, (Minimal Notch) Full Hd+ IPS display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G85 (12 nm), 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (MIUI 12.5) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 4000 mAh (non-removable) যাহ 18W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 48+8+2+2 ), EIS ও সামনে 13 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মে ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ সব দিক বিবেচনায় ফোনটি অনেক ভালো। ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, Helio G85 প্রসেসর, লং লাস্টিং ব্যাটারি, type c সাথে 18w এর চার্জার বক্সেই দেওয়া। সত্যি বলেল অভিযোগ করার মতো কিছুই নেই। কিন্তু স্টোরেজ নিয়ে অনেক কিছুই বলার আছে। ১৮ হাজার টাকার একটি ফোন ২০২১ এ এসে মাত্র ৬৪ জিবি স্টোরেজ মানান সই নয়। বর্তমান সময়ে কম করে হলেও ১২৮ জিবি স্টোরেজ প্রয়োজন। কারণ দিন দিন গেমের, অ্যাপসের সাইজ অনেক বড় হচ্ছে, OS গুলোও ১০-১৫ জিবি হয়ে যাচ্ছে।
৩. Tecno Camon 17P ১৮,৯৯০ (৬/১২৮ eMMC 5.1 )
6.8 inches, (Punch-hole) Full Hd+, 90Hz IPS display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G85 (12 nm), 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (HiOS) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 18W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 64+2+2+AI ) ও সামনে 16 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মে ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ ভালো ক্যামেরা, ফুল এইচডি ডিসপ্লে, 90hz প্যানেল, Helio G85 প্রসেসর, লং লাস্টিং ব্যাটারি, type c সাথে 18w এর চার্জার বক্সেই দেওয়া সব কিছু মিলিয়ে ফোনটি এই বাজেটের অন্যতম সেরা ফোন হতে পারত। কিন্তু ১৯ হাজারের একটা ফোন 4k বাদ দিলাম 2k রেকর্ড করার কোন উপায় নেই এটা তো মেনে নেওয়া যায় নাহ। যেখানে বর্তমানে ১৫ হাজারের নিচের কিছু ফোনেও 2k রেকর্ড করা যায়। এই একটি দিক ছাড়া বাকি সব দিক থেকে price to performance বিবেচনায় অনেক ভালো একটি ফোন বর্তমান সময়ে।
৪. Realme 8 5G ১৯,৯৯০ (৮/১২৮ eMMC 5.1 )
6.5 inches, (Punch-hole) Full Hd+, 90Hz IPS display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Mediatek Helio G85 (12 nm), 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 জিপউ। Android 11 (Realme UI 2.0) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 18W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 48+2+2 ) ও সামনে 16 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি এপ্রিল ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ এটাও আগের তার মতোই। ভালো ক্যামেরা, ফুল এইচডি ডিসপ্লে, 90hz প্যানেল, Helio G85 প্রসেসর, লং লাস্টিং ব্যাটারি, type c সাথে 18w এর চার্জার বক্সেই দেওয়া সব কিছু মিলিয়ে ফোনটি এই বাজেটের অন্যতম সেরা ফোন হতে পারত। কিন্তু ১৯ হাজারের একটা ফোন 4k বাদ দিলাম 2k রেকর্ড করার কোন উপায় নেই এটা তো মেনে নেওয়া যায় নাহ। যেখানে বর্তমানে ১৫ হাজারের নিচের কিছু ফোনেও 2k রেকর্ড করা যায়। এই একটি দিক ছাড়া বাকি সব দিক থেকে price to performance বিবেচনায় অনেক ভালো একটি ফোন বর্তমান সময়ে।
কিন্তু যারা 5G আছে জন্য ফোনটি কিনবেন বলে ভাবতেছেন তাদের জন্য বলার এই টুকুই আছে যে যখন দেশে 5G-ই নেই তখন 5G ফোন কিনে কি করবেন? আগামী ৫-৭ বছর পর দেশে 5G আসলে তখন 5G কাজে দিবে এখন show off করতেই কাজে দিবে আর কিছুই নয়।
৫. Xiaomi Redmi Note 10 ১৯,৯৯০ (৪/৬৪ UFS 2.2 ) / ২০,৯৯০ (৪/১২৮ UFS 2.2 )
6.43 inches, (Punch-hole) Full Hd+ Super AMOLED display সমৃদ্ধ ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 678 (11 nm), 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর এবং Adreo 612 জিপউ। Android 11 (MIUI 12) এর উপর রান করছে ফোনটি। ব্যাটারি হিসাবে রয়েছে Lithium-polymer 5000 mAh (non-removable) যাহ 33W Fast Charging (usb type - c port ) সাপোর্ট করে। পিছনে ( 48+8+2+2 ) রয়েছে যাহ দিয়ে 4k পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, আর সামনে 13 Megapixel ক্যামেরা রয়েছে যেটা দিয়ে Full HD (1080p) পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি মার্চ ২০২১ এ মার্কেটে ছাড়া হয়েছে।
মন্তব্য ঃ ২০ হাজার টাকার মধ্যে সব থেকে ভালো ফোন হচ্ছে এটি। 4k ক্যামেরা, ফুল এইচডি AMOLED ডিসপ্লে, , Snapdragon 678 প্রসেসর, লং লাস্টিং ব্যাটারি, type c সাথে 33w এর চার্জার বক্সেই দেওয়া। এই ফোন অভিযোগ করার মতো কিছুই নেই। যারা এই ফোনটি কিনতে ইচ্ছুক তারা নির্দ্বিধায় নিতে পারেন।
আপনার বাজেট যদি ২০ হাজার হয় আমি অবশ্যই বলব Note 10 নিতে।
0 Comments