Top 3 budget TWS Earphones Reviews || #under 1700 taka

১৭০০ টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় TWS Earphones গুলোর মধ্যে সব থেকে ভালো ৩টা নিয়েই আজকের কথা। বলে রাখা ভালো কোন এয়ারফোনেই warranty নেই। দাম বিবেচনায় যাহ দেওয়া উচিত ছিল।


1.    Lenovo LP12        1200 ৳


এটার মধ্যে bluetooth 5.0 ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিয়ে ৪ ঘণ্টার মতো গান শুনা যাবে এই TWS earphones দিয়ে। একই সাথে এটা IPX5 Sweat Waterproof. Waterproof বলা ভুল, water resistant বলা উচিত। সাউন্ড কোয়ালিটি চলনসই দাম অনুযায়ী। সাউন্ড অতটা ক্রিপ্স নয়, আর high volume এ গেলে অনেক distortion রয়েছে।

আর বলে রাখা ভালো, Latency আসে বিধাই gaming এর জন্য নয়।

চার্জের জন্য LCD display আর dot light ব্যবহার করা হয়েছে। Touch Sensitive Control button দেওয়া হয়েছে।



2.    Xiaomi Haylou GT1 Pro        1650 ৳


একবার চার্জ দিয়ে ২৬ ঘণ্টা গান শুনা যাবে এই TWS earphones দিয়ে। এটার মধ্যে bluetooth 5.0 ব্যবহার করা হয়েছে। একই সাথে এটা IPX5 Sweat Waterproof. Waterproof বলা ভুল, water resistant বলা উচিত। সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার দাম অনুযায়ী। সাউন্ড একদম ক্রিপ্স, তবে high volume এ গেলে কিছু টা distortion রয়েছে। বাকি সব কিছু ঠিক থাকে।

আর বলে রাখা ভালো, Latency আসে বিধাই gaming এর জন্য নয়।

চার্জের জন্য dot light ব্যবহার করা হয়েছে।



3.    M-19 Earbuds TWS        1700 ৳


এটার মধ্যে bluetooth 5.1 ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিয়ে ৪.৫ ঘণ্টার মতো গান শুনা যাবে এই TWS earphones দিয়ে। এটাতে কোন প্রকার water resistant দেওয়া নেই। সাউন্ড কোয়ালিটি চলনসই, কিন্তু আর অনেক ভালো হওয়া প্রয়োজন ছিল দাম অনুযায়ী। সাউন্ড কিছুটা ক্রিপ্স, আর high volume এ গেলে ভালই distortion লক্ষ্য করেছি।

আর বলে রাখা ভালো, Latency আসে বিধাই gaming এর জন্য নয়।

চার্জের জন্য LCD display আর oval shaped light ব্যবহার করা হয়েছে। Touch Sensitive Control button দেওয়া হয়েছে।

look and design এ যেমন অনেক চমৎকার তেমনই build কোয়ালিটি ভালো নয়। ফলে সহজেই দাগ পরে যাবে।



For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments