বর্তমানে জিপিউ মার্কেটের হাহাকার অবস্থা। আর যাও বা আছে সেগুলোর প্রাইসিং ধরা ছোঁয়ার বাইরে। বাজেট থাকলেও পছন্দের বিল্ড করতে পারছেন না অনেকেই। যাদের এই খারাপ সময়ে পিসি বিল্ড করতেই হবে তাদের জন্য হাজির হলাম ৫০,০০০ টাকার পিসি বিল্ড গাইড নিয়ে।
যাদের এই মুহূর্তে পিসি খুব বেশি দরকার এবং মুলত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, পোগ্রামিং ও 3D বেইজড কাজ করবেন তাদেরকে উদেশ্য করেই বিল্ড গাইডটি তৈরী করেছি।
সম্প্রতি Core i5-11400 Processor টি নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ ১৮,৭৫০ বাজেটে Ryzen 5 3600 থেকে বেস্ট গেমিং ও প্রডাক্টিভিটি পারফরমেন্স অফার করছে। সেই সাথে থাকছে নতুন UHD 730 GPU। বর্তমান মার্কেট অবস্থা বিবেচনা করলে বলা যায়, স্বল্প বাজেট বিল্ডারদের জন্য Core i5-11400 Processor টি Best Value অফার করছে।
অনেকেই বলতে পারেন হয়তো 3600 + GT1030/710 দিয়ে বিল্ড করতে। কিন্তু আমার মতে ৫/৮ হাজার টাকা দিয়ে 1030/710 নেওয়ার কোনো মানেই হয়না। তার চাইতে ঐ টাকাটা রেখে দিয়ে তার সাথে ১০-১২হাজার যোগ করে পরে একটা ভালো জিপিউ লাগিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
CPU Intel Core i5-11400, 6 Core 12 thread 18,500 /-
CPU Cooler Deepcool Gammaxx 400 V2 Air Cooler 2,000 /-
Total 50,250/-
বিল্ডটির সর্বোমট বাজেট হলো ৫০,২৫০ টাকা। যাদের বাজেট ৬৫K - ১০০k টাকা তারা চাইলে এই বিল্ড-টি নিতে পারেন এবং পরবর্তী তে জিপিউ প্রাইস কমলে একটা জিপিউ এড করে নিবেন শুধু।
আর যদি ভালো লুকের জন্য RGB keyboard, mouse নিতে চান কম প্রাইসের মধ্যে তাহলে নিচের দুইটা দেখতে পারেন।
0 Comments