13 Amazing Keyboard Shortcuts You Aren't Using


আজকে আমি ১৩ টি অসাধারণ শর্টকাট কী নিয়ে আলোচনা করব যাহ আপনার কাজের গতিকে আরো বাড়িয়ে তুলবে। কথা নাহ বাড়িয়ে কাজে চলে যায়।

1.    win + v
আমাদের শর্ট কাটের প্রথমটি হচ্ছে win + v . এটা দিয়ে আপনি ClipBoard অপশনটি চালু করে নিতে পারবেন। ফলে  এরপর থেকে আপনি যখনই কিছু কপি করবেন সেটা ClipBoard এ সংরক্ষিত রয়ে যাবে। তাই প্রয়োজনের সময় পুনরায় আর কপি করতে হবে নাহ।


2.    win + arrow keys
আমাদের শর্ট কাটের দ্বিতীয়টি হচ্ছে win + arrow keys. আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় Double Screen or Quad Screen এর প্রয়োজন পরে। আমরা মাউস দিয়ে টেনে কাজটি করে থাকে। কিন্তু এর থেকেও সহজে আর তারাতারি কাজটি করা যায় কীবোর্ড ব্যবহার করে। কীবোর্ডের ৪টি arrow দিয়ে খুব সহজেই আপনি আপনার প্রয়োজন মতো Double or Quad সাইজ করে নিতে পারড়েন।


3.    win + 1,2,3,4,.....
এই শর্টকাট দিয়ে আপনি মাউস ছাড়াই টাস্কবারের সব পিন করে রাখা অ্যাপ্লিকেশানগুলো চালু করতে পারবেন। শুধু তাই নয় আপনি যেকোনো পিন করা অ্যাপ্লিকেশানে যেতে পারবেন। ১,২,৩,... হচ্ছে আপনার টাস্কবারে থাকা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশানগুলোর সিরিয়াল নাম্বার। ধরেন আপনার টাস্কবারের ৩ নাম্বার সফটওয়্যার টি হচ্ছে Google Chrome যেটা আপনি ব্যবহার করতেছেন এখন। কিন্তু আপনার ফাইল এক্সপ্লোরারে জেতে হবে যাহ টাস্কবারের ১ নাম্বার সফটওয়্যার। আমি মাউস দিয়ে তো যেতে পারবেন কিন্তু কীবোর্ড দিয়ে আর দ্রুত সময়ে যেতে পারবেন। আপনাকে শুধু win + 1 প্রেস করতে হবে আর ফাইল এক্সপ্লোরার চালু হয়ে যাবে। আর আগে থেকেই কোন ফাইল অন থাকলে সেটা অন হবে।
নিউমেরিক বা নাম্বার প্যাড নয়। অ্যালফাবেটিক কী-এর উপরের নাম্বার কী গুলো।


4.    win + d
ধরুন আপনি বাইরে কোন ক্যাফেতে বসে কাজ করতেছেন। বা অফিসে কাজ করতেছেন এমন সময় কেউ আসল যার সামনে আপনি কাজটি করতে চান নাহ অর্থাৎ তাকে দেখাতে চান নাহ আপনার কাজটি। এমন সময় মাউস দিয়ে ট্যাবটি ক্লোজ করতে গেলে সময় লাগবে। কিন্তু আরো দ্রুত করার জন্য আপনাকে জাস্ট win + d প্রেস করতে হবে। আর আপনার পিসি তে চালু থাকা সকল ট্যাব মিনিমাইজ হয়ে ডেক্সটপ অন হয়ে যাবে।


5.    ctrl + dlt
অ্যালফাবেটিক কী-এর ( ↚    |    ↛ ) উপরের নাম্বার কী গুলো।
উপরের লাইনটির মাঝের Red Straight Line টিকে আপনার মাউস কার্সার ধরুন। অর্থাৎ কার্সারটি রয়েছে কোন একটা লিখার মাঝে।  এখন আপনি যদি এর পরের অংশটুকু একবারে কেটে ফেলতে চান তাহলে প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে তার পরে ডিলিট করতে হবে। কিন্তু কাজটি আর দ্রুত করা যায় ctrl + dlt কী চেপে। ctrl + dlt চাপলে কার্সারের পরে যাহ আছে সব একবারে কেটে যাবে।


6.    ctrl + backspace
এটা আগেরটার উলটো। অর্থাৎ ctrl + backspace কী চাপলে মাউস কার্সারের আগে যাহ আসে সব কেটে যাবে একবারেই।


7.    win + tab
আপনি যদি দেখতে চান আপনার কোন কোন ট্যাব বা সফটওয়্যার চালু রয়েছে তাহলে আপনাকে জাস্ট win + tab কী চাপতে হবে তাহলে উইন্ডোজ আপনাকে টাস্কভিউ ম্যানেজারে নিয়ে যাবে আর আপনি দেখতে পারবেন আপনার ওই সময়ে চালু থাকা সব অ্যাপ্লিকেশানগুলো।


8.    win + alt + tab
এটা আগের টার অন্য মোড। win + alt + tab কী একবারে চাপলে টাস্কভিউ ম্যানেজারে নিয়ে যাওয়ার পরিবর্তে আপনার সামনে একটা পপ-আপ তুলে ধরবে। এরপরে আপনি  ট্যাব কী বার বার চেপে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানে আসলে কী ছেড়ে দিলেই সেটা চালু হয়ে যাবে।


9.    shift + end
ctrl + dlt চাপলে যেমন মাউস কার্সারের পরের সবটুকু ডিলিট হয়ে যায়। তেমনই shift + end কী চাপলে কার্সারের পরের অংশ নির্বাচন বা সিলেক্টেড হয়ে যায়।


10.    shift + home
ctrl + backspace চাপলে যেমন মাউস কার্সারের আগের সবটুকু ডিলিট হয়ে যায়। তেমনই shift + home কী চাপলে কার্সারের আগের অংশ নির্বাচন বা সিলেক্টেড হয়ে যায়।


11.    win + p
যারা মাল্টিপল মনিটর ব্যবহার করেন এটা তাদের জন্য। win + p কী চাপলে আপনার সামনে ৪ টা অপশন আসবে মনিটরের ডান পাশে। সেখান থেকে আপনি খুব সহজেই বেছে নিতে পারবেন আপনার মনিটর কেমন ভাবে ২য় মনিটরে দেখা যাবে।
দুইটা মিলে একটা হবে, নাকি দুইটা মনিটর একই হবে, নাকি যেকোনো একটা অন থাকবে শুধু এই কাজ গুলো সহজেই করতে পারবেন। আপনাকে আর মনিটর অফ করতে হবে পিসি বন্ধ করে, যাহ বিরক্তিকরও বটে।


12.    win + l (L key)
win + d যেমন সাথে সাথে আপনার সব অ্যাপ্লিকেশান মিনিমাইজ করে ডেস্কটপে নিয়ে আসে। তেমনই win + l (L key) কেয় আপনার পিসি সাথে সাথে লক করে দিয়ে লকস্ক্রীনে নিয়ে যায়। ফলে কেউ আর চাইলেও কি করতেছিলেন দেখতে পারবেন নাহ। কারণ আপনাকে আবারও পিন দিয়ে পুনরায় পিসি অন করতে হবে।


13.    mouse wheel
মাউসের হুইল দিয়ে যেমন লিংক নিউ ট্যাবে অন করা যায় একই ভাবে ট্যাব কেটে দেওয়া যায়।



এই ছিলো আজকের ব্লগ। এইরকমই টিপস পেতে আমাদের ব্লগটি ফলো করে রাখতে পারেন। কয়টা আপনার জানা ছিল আর কয়টা অজানা সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।

For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments