How to create WordPress Account for free --- in 6 steps ---

আজকে আমি কথা বলব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রী-তে, কোন প্রকার হোস্টিং ছাড়াই wordpress এ সাইট হোস্ট করতে পারবেন।
wordpress এ সাইট চালাতে হলে হোস্টিং করতে হয়। যারা নতুন তারা হোস্টিং সম্পর্কে বুঝেও নাহ। অনেক সাইট আছে যারা টাকা নেই কিন্তু হোস্ট করে আর দেয় নাহ। এই সব ঝামেলা থেকে বেচে কিভাবে আপনি খুব সহজেই  wordpress এ সাইট চালাতে পারবেন কোন প্রকার হোস্টিং ছাড়া মাত্র ৬ স্টেপে সেটাই আজকে আমি আপনাদেরকে বলব।
আর খুব শ্রীঘই ভিডিও আসতে চলেছে তখন আরও সহজে বুঝতে পারবেন।


১.
প্রথমে আপানাকে www.wordpress.com এ যেতে হবে। এটাই আমাদের সবার ভুল, আমারা সবাই https://www.wordpress.org/ সাইটে যায় কিন্তু অ্যাকাউন্ট খুলা যায় https://www.wordpress.com/ সাইটে। https://www.wordpress.org/ সাইটে গেলে আপনি শুধু মাত্র WordPress theme ডাউনলোড করতে পারবেন। যাহ ব্যবহার করতে হবে আপনাকে হোস্টিং করতে হবে।

২.
এরপরে start your website এ ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরির পেজ আসবে। জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন।

৩.
এখন আপনার সাইটের নাম দিয়ে তৈরি করে ফেলুন আপনার wordpress site. সাইটের নাম দেওয়ার পরে আপনার নামের জন্য hosting domain দেখানো হবে সেখান থেকে আপনার পছন্দ মতো একটা ডোমেইন বাছায় করে নিবেন।

৪.
ডোমেইন বাছায় করার পরে আপনাকে একটা থিম বেছে নিতে হবে আর আপনি চাইলে ব্লাঙ্ক থিম দিয়েও এগিয়ে যেতে পারেন।

৫.
থিম বা ডিজাইন বেছে নেওয়ার পরে আপনাকে wordpress কে বলতে হবে কোন Features টা বেশি প্রয়োজন হবে, আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন।

৬.
সব শেষে আপনাকে প্লান থেকে ফ্রী সিলেক্ট করতে হবে আর আপনার সাইট তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ ফ্রী-তে।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here



Post a Comment

0 Comments