যাদের এই মুহূর্তে পিসি খুব বেশি দরকার এবং মুলত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, পোগ্রামিং ও 3D বেইজড কাজ করবেন তাদেরকে উদেশ্য করেই বিল্ড গাইডটি তৈরী করেছি। আজকের বুইল্ডটি-তে AMD প্রসেসর ব্যবহার করা হয়েছে। সম্প্রতি Core i5-11400 Processor টি ১৮,৭৫০ বাজেটে Ryzen 5 3600 থেকেও বেস্ট গেমিং ও প্রডাক্টিভিটি পারফরমেন্স অফার করছে। তাহলে কেন AMD 3500x দিয়ে এই বুইল্ডটি করা হচ্ছে। এর কারণ হচ্ছে, বুইল্ডটিতে 8GB GPU ব্যবহার করা হবে। আর productivity র ক্ষেত্রে AMD ভালো।
CPU AMD RYZEN 5 3500X Processor 15,500 /-
GPU AMD Radeon RX 5500 XT THICC II Pro 8GB GDDR6 22,800 /-
Total 59,700/-
আর যদি ভালো লুকের জন্য RGB keyboard, mouse নিতে চান কম প্রাইসের মধ্যে তাহলে নিচের দুইটা দেখতে পারেন।
0 Comments