যাদের বাজেট ১,৭০,০০০ তারা চাইলে Mouse, Keyboard, Monitor, Ram, MotherBoard, Cpu cooler এই গুলোতে যথাক্রমে 600+700+11000+6000+24000+5000 করে মোট ৪৭,০০০ টাকা কমাতে পারেন। তখন বাজেট গিয়ে দাঁড়াবে ১,৭৩,০০০ টাকায়।
পরবর্তীতে GPU এর দাম কমে গেলে একটা GPU লাগিয়ে নিবেন আপনার সাধ্য ও পছন্দ অনুজায়ী ২০-৪০ হাজারের মধ্যে। তাহলেই একটা ভালো মানের সব ধরণের কাজের জন্য পিসি বুইল্ড করতে পারবেন।
বর্তমান জিপিউ মার্কেটের হাহাকার অবস্থার মধ্যেও যাদের পিসি বিল্ড করতেই হবে তাদের জন্য হাজির হলাম ২,২০,০০০ টাকার পিসি বিল্ড গাইড নিয়ে। হইত ২০০ কে টাকার মধ্যে পিসি বুইল্ড করা গেলেও মনিটর আর কিনার টাকা থাকে নাহ। আজকে আমার বুইল্ডটি হচ্ছে ২,২০,০০০ টাকার মধ্যে Full PC with Monitor বুইল্ড under 2,20,000 .
যাদের এই মুহূর্তে পিসি খুব বেশি দরকার এবং মুলত প্রোফেসনাল গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, পোগ্রামিং করবেন তাদেরকে উদেশ্য করেই বিল্ড গাইডটি তৈরী করেছি।
CPU Intel 11th Gen Rocket Lake Core i9 11900K 55,800 /-
CPU Cooler MSI MAG Core Liquid 360R AIO RGB Liquid Cooler 13,500 /-
0 Comments