অনেকেই বিকাশের রিওয়ার্ড পয়েন্টটা কিভাবে কাজ করছে আর এটার বেনেফিটস কি কি জানতে চাচ্ছেন, সে সম্পর্কে শেয়ার করছি। এছাড়াও যা যা জানতে চান সব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। আপনারদের প্রশ্ন গুলো কমেন্ট বক্সে বলতে পারেন।
আমরা বিকাশ ব্যবহারের উপর এখন থেকে পাবো ভিন্ন ভিন্ন পরিমাণে পয়েন্টস যা জমিয়ে আমরা নানা অফার কালেক্ট করতে পারবো। এছাড়াও আমাদের লেভেল বাড়ার সাথে সাথে আমাদের অফারের পরিমানও বাড়তে থাকবে।
কিভাবে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট/লেভেল চেক করবেন?
১। বিকাশ অ্যাপ ওপেন করার পর উপরে ডান দিকে ট্রফি আইকনে ক্লিক করতে হবে।
২। বিকাশ রিওয়ার্ডস ওপেন হবে আর এইখানেই আপনার পয়েন্ট দেখতে পারবেন আর তার নিচেই আপনার লেভেল দেওয়া থাকবে।
কিভাবে বিকাশ রিওয়ার্ড পয়েন্টে আপনি আপনার অর্জিত পয়েন্ট দিয়ে অফার নিতে পারবেন?
১। বিকাশ অ্যাপ ওপেন করে কাপে ক্লিক করতে হবে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট দেখার জন্য।
২। তারপর গোল্ডেন কালার জায়গায় ক্লিক করবেন
৩। এখানে যাওয়ার পর যে অফারটি নিতে চাচ্ছেন সেটা ক্লিক করবেন তারপর পরবর্তী স্টেপ অনুসরন করলেই আপনি অফারটি নিয়ে নিতে পারবেন, যদি আপনার পরজাপ্ত পরিমানে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট থাকে।
আর যদি বাকি লেভেলগুলো দেখতে চান তাহলে উপরেই দেয়া আছে।
৪। এছাড়া যেকোনো লেভেলের অফারগুলো যদি দেখতে চান তাহলে ক্লিক করেই দেখতে পাবেন।
এই অফার গুলোর মাধ্যমে আপনি কিছু কিছু সার্ভিস ফ্রীতেই নিতে পারবেন, সাথে সাথে আপনার পয়েন্টে পেয়ে যাবেন যা পরবর্তীতে অন্যান্য অফার নেয়ার জন্য লেভেল আপ করতে সাহায্য করবে। আশা করি আপনাদের একটু হলেও বিকাশের রিওয়ার্ড পয়েন্ট নিয়ে ক্লিয়ার করতে পেরেছি।
0 Comments