Walton Primo ZX4 --- Honest Review & Specifications ---

আমাদের দেশিও ব্রান্ড ওয়াল্টন নিয়ে এলো তাদের সব থেকে দামি ফোন, Walton Primo ZX4. ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ২৬,৯৯০ টাকা। এখন কথা হচ্ছে, ২৭ হাজার টাকা বাজেটে ফোনটি অন্যান্য ব্রান্ডগুলোর সাথে কতটা টক্কর দিতে সক্ষম হবে। ফোনটা কি Price to performance নাকি over priced ফোন সেটা নিয়েই আজকের ব্লগ।


ফোনের মুল আকর্ষণের মধ্যে রয়েছে, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৬৪ এমপি পেন্টা ক্যামেরা, ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম, সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট, হেলিও জি৯৫ সচ, আর ৪০০০ mAh ব্যাটারি।


Display    &    Build

২৭ হাজার টাকার বাজেটে ফুল এইচডি ডিসপ্লে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু, ফোনে ৬০ হার্জ রিফ্রেশ রেট সেটা মানা যায় নাহ, তাও আবার ২০২১ এর মাঝামাঝি এসে। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে, anti-smudge and anti-fingerprint magnet থাকার ফলে ফোনে ফিঙ্গার প্রিন্ট কম পরবে আর হাত থেকে পরে যাবার সম্ভাবনাও কম। এই বাজেটের অনেক ফোন রয়েছে যাতে anti-smudge and anti-fingerprint magnet নেই। যার কারণে সহজে আঙ্গুলের দাগ বসে যায়।

বুইল্ডের কথায় যদি আসি তাহলে মানেই হয় এইবার ওয়াল্টন অনেক ভালো ভাবেই তৈরি করেছে তাদের নতুন ফোন। ৮.৪ মিমি. পুরুত, অ্যালুমিনিয়াম ফ্রেম, খুব ছোট্ট একটা পাঞ্ছ হোল, ন্যাড়ো চিন এরিয়া, সজা কথা হাতে নিলে প্রিমিয়াম ফীল অবশ্যই পাবে যে কেউ। 

আর ফোনের ওয়েট রয়েছে, ২০৫ গ্রাম। Dimension: 164.9 x 76.7 x 8.6mm

Display Specifications:-

Dimensions:

6.67” (16.9cm)| 20:9 Aspect Ratio

Resolution:

2400 x 1080 pixels(Full HD+)

Material:

Capacitive Touch Screen with 2.5D Curved Glass

Display Technology:

LTPS



Processor

প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক -এর Helio G95 প্রসেসর (64 Bit Octa-Core Processor 2.05GHz Arm Cortex-A55, Arm Cortex-A76)। এই প্রসেসর নিয়ে ২০২১ সালে বলার কিছুই নেই। আমরা যারা টেক নিয়ে ঘাটাঘাটি করি তারা কম বেশি সবাই জানি এই প্রসেসর নিয়ে। এটা মিড-রেঞ্জ বাজেটের অন্যতম একটা প্রসেসর।

আর GPU হিসেবে রয়েছে, ARM Mali-G76 MC4.



Camera

ক্যামেরা হিসাবে রয়েছে ৫+১ সেটআপ। পিছনে রয়েছে, 64MPSony Main   |   8MP Wide   |  5MP Depth   |  2MP Macro   |  2MP Monochrome. আর সামেন রয়েছে, 32MP ক্যামেরা। পিছনের ক্যামেরা দিয়ে, 4K@30fps, 1080p@30/60/240fps, শুট করা যাবে তবে নেই কোনো gyro-EIS, যেটা থাকা উচিত ছিল বলে আমি মনে করি। আর সামনের ক্যামেরা দিয়ে, 1080p@30/60 পর্যন্ত শুট করা যাবে।

Back Camera Specifications:-

64MP+8MP+5MP+2MP+2MP AI Penta Camera with LED Flash

Auto Focus with PDAF

64MP SONY IMX682 main shooter with 1/1.73" large sensor size for sharp & colorful shots (6P lens)

F/1.89 Aperture

8MP Wide angle lens (up to 112°)

5MP Macro Lens

2MP Depth sensor

2MP Mono Portrait lens

AI Scene Detection

Face Detection, Digital Zoom (4.0x), Geo-tagging, Self-Timer, Brand Mark

Touch Focus, White Balance, Fingerprint Capture, Self-timer, Front Mirror

Capture Mode Define, Volume Key Shot

Shooting Mode:

Auto, 64MP Shooting Mode, Portrait, Video, Slow Motion (Highest 1080p), Night, Time-Lapse, Macro Lens, Sticker Mode, Monochrome, Panorama, Professional, Color Tune

Video Recording:

Up to 4K Resolution


Front Camera Specifications:-

32MP with PDAF

F/2.2

1/2.8" sensor size, Tetrapixel Technology

Shooting Modes:Auto, Portrait, Video, Beauty Mode, Sticker Mode, Color Tune, Selfie Panorama

FULL HD Video Recordings-1920x1080



UI

UI হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াল্টনের নতুন AIUI 2.0 . এটা অনেক নতুন সাজে সাজানো Android 11 এর উপর ভিত্তি করে। রয়েছে, ডার্ক থিম ও হ্যাপ্টিক ইঞ্জিন। এছাড়া প্রাইভেসির জন্য দেওয়া হয়েছে PRIVATE SPACE & APP LOCK. এছাড়া আর রয়েছে, INTELLIGENT ASSISTANCE, BLACK SCREEN GESTURES, SUSPEND BUTTON, GLOVE MODE এর মতো অনেক কাজের কাজের ফ্রিচারস।



Ram & Rom

ফোনে রয়েছে 8GB LPDDR4X RAM আর তার সাথে 128GB Internal Storage যাহ কিনা Expandable Up To 256GB. যার মধ্যে ব্যবহার যোগ্য স্টোরেজ থাকবে ১০৬ জিবি।



Battery

ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে ৪০০০ mAh (High Density Li-Polymer Battery) এর ব্যাটারি যাহ দিয়ে ৫-৬ ঘণ্টা স্ক্রীন অন টাইম পাওয়া যাবে। ৫০০০ mAh ব্যাটারি ব্যবহার করলে ভালো হত। একজন বযবহারকারী তাহলে অনায়াসে একদিন ব্যাক আপ পেতে পারত। ফোনটি 18w Fast Charging সাপোর্ট করে। যাহ দিয়ে ফুল চার্জ হতে সময় নেই ১ ঘণ্টা ২০-৩০ মিনিট।



Network & Connectivity

Network Type:2G/3G/4G

Network Band:

2G (GSM/GPRS/EDGE 850/900/1800/1900MHz)

3G (UMTS 850/900/1900/2100MHz)

4G (LTE FDD 800/850/900/1800/1900/2100/2600 MHz), (LTE TDD 2300/2500/2600 MHz)

Network Speed:GPRS / EDGE/ 3G /CDMA / HSPA+/4G (LTE)


Dual Band WI-FI

Bluetooth V5.0

USB Type-C

OTG, OTA, Wireless Display(Cast)

WLAN Hotspot


Sensors

Motion Sensors: Accelerometer (3D), Gravity, Linear Acceleration, Rotation Vector, Step Detector

Environment Sensors: Light(Brightness)

Position Sensor: Proximity, Magnetometer (E-Compass), Orientation

Fingerprint Sensor: Side Mounted Finger Print Scanner

GPS:GPS with A-GPS Network-Assisted GPS Navigation Function



For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments