bKash অনলাইন লেন-দেনে কেউ প্রতারণা করলে কি করবেন --- জেনে নিন ---

কি করবেন আপনি যদি কেউ আপনার টাকা নিয়ে আপনার সাথে প্রতারণা? অনলাইন লেন-দেনে কেউ টাকা নেওয়ার পর যদি ব্লক মেরে দেয় এক সেকেন্ডও দেরি করবেন না।

অ্যাপ দিয়ে কাস্টোমার রিপ্রেজেনটেটিভের সাথে চ্যাট বা ডিরেক্ট বিকাশের নম্বরে কল করে সমস্যা খুলে বলবেন যে অনলাইন লেনদেন এর নামে টাকা নিয়ে products দেয় নাই, বিকাশ থেকে আপনাকে এমাউন্ট আর সময় জানতে চাইবে। বলে দিবেন। এবার বলি কেনাে এক সেকেন্ডও দেড়ি করবেন না। কারন ওই টাকা উঠিয়ে ফেললে আর ফিরে পাবেন না, তবে পরবর্তীতে উনার একাউন্টে ওই পরিমাণ টাকা থাকলে ৭ দিন পর সে টাকা অটোমেটিক হােল্ড হয়ে যাবে, তবে সাথে সাথে কম্পেলিন করার ফলে চোরের বিকাশ নাম্বার লক করে দিবে। ৭ দিনের মধ্যে তাকে অফিসে যেতে বলবে প্রমান সহ যে টাকাটা সে মারে নি । প্রমান তাে দিতে পারবে না। ফলে সারা জীবনের জন্য ওই একাউন্ট ব্লক আর ৭ দিন পর আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments