Mimo apps --- best app for free coding learning ---

আজকে আমি কথা বলব এমন একটা অ্যাপ নিয়ে যেটা তাদের প্রয়োজন যারা কিনা কোডিং শিখতে চান। সম্পূর্ণ বিনা মুল্যে কিভাবে আপনি কোডিং শিখতে পারবেন সেটাই আজকের ব্লগ।

Mimo একটা কোডিং অ্যাপ্লিকেশান। এর মধ্যে কোডিং এর বেসিক থেকে শুরু করে একদম কোডিং -এর সব কিছুই রয়েছে। ফলে আপনি একদম কিছু নাহ জানলেও খুব সহজেই অ্যাপটির মাধ্যমে আপনি কোডিং -এর মাস্টার হতে পারবেন।

অ্যাপটিতে রয়েছে, HTML, CSS, Java, Python, SQL. কোর্স শেষে রয়েছে সার্টিফিকেট। ফলে আপনি আপনার সিভি -তেও ব্যবহার করতে পারবেন যাহ আপনার চাকরি পেতেও সাহায্য করবে।

অ্যাপটির সবকিছুই সম্পূর্ণ ফ্রী। HTML থেকে CSS, Java, Python, SQL সবই ফ্রী। তাহলে প্রো বা পাইড অ্যাপ কেন রয়েছে। তার কারণ হচ্ছে আপনি যখন সব কিছু শিখে যাবেন তখন আপনি চাইলে অ্যাপটির মধ্যেই অনুশীলন বা প্র্যাকটিস করতে পারেন। এই সুবিধা পেতে হলে আপনাকে তাদের পাইড সার্ভিসটি নিতে হবে। যার মূল্য মাত্র ৯০০ টাকা। কিন্তু প্র্যাকটিস কিন্তু আপনি চাইলে আপনার পিসি দিয়ে বা ফোনে অন্য অ্যাপ্লিকেশান নামিয়েও করতে পারেন। কিন্তু প্র্যাকটিস করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান লাভ। আর সেই জ্ঞান লাভ টা আপনি সম্পূর্ণ ফ্রী-তেই করতে পারবেন এই অ্যাপ থেকে।

তাহলে আজই শুরু করে দিন আপনার কোডিং শিখা, সম্পূর্ণ ফ্রী-তেই।

Play Store link :- Click Here

For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments