কিভাবে আপনি কোন প্রকার কোডিং ছাড়াই রেস্পন্সিবল অ্যাপ তৈরি করতে পারবেন।
১. প্রথমে আপনাকে appypie এর ওয়েবসাইটে জেতে হবে।
২. এখন আপনি কি কাজ করতে চান, অর্থাৎ কি তৈরি করতে চান সেটা নির্বাচিত করে -এ ক্লিক করতে হবে।
৩. এরপরে আপনাকে আপনার বিজনেস -এর নাম দিতে হবে বা যেই নামে আপনি তৈরি করতে চান সেটা।
৪. আপনার অ্যাপটি কোন কাজের জন্য তৈরি করা হচ্ছে সেটা নির্বাচন করতে হবে, যদি লিস্টে নাহ থাকে তাহলে সিলেক্ট করুন।
৫. আপনার অ্যাপের জন্য একটা থিম বেছে নিতে হবে যাহ কিনা আপনি পরে পরিবর্তন করতে পারবেন।
৬. আপনি কোন OS এর জন্য তৈরি করতে চান সেটা নির্বাচন করতে হবে।
৭. সব শেষে আপনাকে আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশান করে নিতে হবে এবং আপনার অ্যাপটি তৈরি করে যাবে।
0 Comments