CMD command prompt দিয়ে Screen Recorder তৈরি করুন


আজকে আমি কথা বলব কিভাবে আমি CMD command prompt  ব্যবহার করে খুব সহজেই নিজের Screen Recorder তৈরি করে নিতে পারবেন। আপনার কাছে ঝামেলা পূর্ণ লাগলে চিন্তার কোন কারণ নেই, খুব শীঘ্রই এটার উপর Tutorial Video আসতে চলেছে তখন আর স্পষ্ট ভাবে বুঝতে পারবেন।

১. আপনি যেই ফোল্ডারে আপনার রেকর্ড হওয়া ভিডিও সেভ বা সংরক্ষণ করতে চান সেই ফোল্ডারে যান।


২. এখন উপরের Address Bar -এ ক্লিক করে cmd লিকে এন্টার কী প্রেস করুন, এতে করে সেই ফোল্ডারে CMD prompt অন হয়ে যাবে। আপনাকে আর directory লিখতে হবে নাহ।


৩. এই কমান্ড টা কপি করে পেস্ট করুন। ffmpeg -f  gdigrab -framerate 30 -i desktop recording.mp4

তাহলেই সব কাজ শেষ, এখন আপনার পিসি-তে আপনি যাহ করবেন তাই রেকর্ড হয়ে আপনার নির্ধারিত ফোল্ডারে সেভ হতে থাকবে।


৪. রেকর্ড বন্ধ করতে CMD prompt -এ তে গিয়ে Q প্রেস করে এন্টার প্রেস করলেই রেকর্ড বন্ধ হয়ে যাবে।


এই কমান্ড দিয়ে শুধু মাত্র ভিডিও রেকর্ড হবে, অডিও নয়। কিভাবে অডিও, ভিডিও এক সাথে রেকর্ড করা যায় তার ব্লগ কিছু দিনের মধ্যে আসছে।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments