U-Dictionary

আমাদের প্রাত্যহিক জীবনের নানা প্রয়োজনে ইংরেজির প্রয়োজন পরে। আর তার জন্য প্রয়োজন পরে গ্রামারের। বর্তমান সময়ে সেই আগের মতো ডিকশনারী ঘেঁটে ঘেঁটে কোন শব্দের অর্থ খুঁজে বের করতে কেউ চাই নাহ। সবাই চাই সহজে কাজ করতে। প্লে স্টোরে অনেক অ্যাপ রয়েছে ডিকশনারীর। কিন্তু সব গুলো কি কাজের? নাহ সব গুলো কাজের নয় তার উপর অ্যাডস আসে যাহ বিরক্তিকর। আজকে কথা বলত সব থেকে ভালো ডিকশনারী নিয়ে।

U-Dictionary বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় একটা ডিকশনারী। এর মধ্যে ডিকশনারীর ফিচার ছাড়াও রয়েছে আরও অনেক কাজের দরকারি ফিচার। উদাহরণস্বরূপ বলা যায়, translator, one click translator, magic translator, English Learning, Camera Translation, Oxford Dictionary, 150 countries language supported, Offline translate, word lock screen and many more. যাহ আপনার প্রাত্যহিক জীবনের কাজ গুলোকে আর সহজ করে তুলবে। আপনার মূল্যবান সময় বেচে যাবে।
অ্যাপটির সব কিছুই ফ্রী-তে ব্যবহার করতে পারবেন। শুধু অ্যাড দেখতে নাহ চাইলে আপনাকে Purchase করে নিতে হবে।

Play Store link :- Click Here

For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments