Fix any --- Corrupted Memory Device --- with out software


আমাদের অনেকের সাথেই হয়ে থাকে মাঝে মাঝে যে আমাদের SD card, Memory Card নষ্ট হয়ে যায়। এই খানে নষ্ট বলতে বুঝানো হচ্ছে যে, memory card is corrupted, not working, storage is much shorter than actual, etc. কিভাবে আপনি খুব সহজেই আপনার নষ্ট হয়ে জাওয়া মেমোরি কার্ডটি ঠিক করতে পারবেন সেটা নিয়েই আজকের কথা।
নষ্ট মেমোরি কার্ড ঠিক হবে ঠিকই কিন্তু ফাইল থাকবে নাহ।


১. প্রথমেই দেখতে হবে আপনার মেমোরি কার্ডটি পিসি বা ল্যাপটপে শো হয় কিনা।

২. যদি মেমোরি কার্ড শো করে তাহলে  win + R কী প্রেস করে রান কমান্ড অন করে লিখতে হবে, diskpart .

৩. এখন administration পারমিশিন আসলে ইয়েস ক্লিক করে দিতে হবে।

৪. এখন লিখতে হবে, list disk .

৫. আপনার পিসি-তে থাকা সকল স্টোরেজ ডিভাইসগুলো শো করবে। এখন আপনাকে সাইজ দেখে বুঝে নিতে হবে কোনটা আপনার নষ্ট মেমোরি কার্ড। তার পাশে থাকা Disk ( নাম্বার ) টি দেখে নিতে হবে।

৬. এখন, লিখতে হবে, select disk ( নাম্বার ) .

৭. সিলেক্ট হয়ে গেলে লিখতে হবে, clean .

৮. এরপরে, create partition primary .

৯. এখন, select partition 1 .

১০. সব শেষে, format fs=fat32 quick .

এইতো, আর কিছুই করতে হবে নাহ। কমান্ড পোর্ট কেটে আপনি My Computer / This PC -তে গেলে আপনার মেমোরি কার্ড সম্পূর্ণ ঠিক অবস্থায় পেয়ে যাবেন।

For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments