Google Privacy Dashboard for any Android User --- without android 12

গুগল তাদের Android 12 ভার্সনে অনেক সুন্দর একটা ফিচার যুক্ত করেছে, Privacy Dashboard। কিন্তু যাদের ফোনে Android 12 নেই তাদের কি হবে? আজকের ব্লগটি সকল Android User -দের জন্য। যাতে করে যে কেউ Privacy Dashboard ব্যবহার করতে পারে।
অনেকের ফোন রয়েছে ৪০-৫০ হাজার টাকার কিন্তু Android 12 -এ আপডেট করতে পারবেন নাহ। তারা চাইলে অ্যাপটি ব্যবহার করতে পারেন।


Privacy Dashboard গুগলের আদলে তৈরি করা একটা সফটওয়্যার যাহ কিনা যেকোন এন্ড্রয়েড ইউজার ব্যবহার করতে পারেবন। এর মধ্যে গুগলের সব ফিচারগুলো হুবহু রয়েছে। অ্যাপটি ইন্সটল করার পরে রান করে আপনাকে শুধু লোকেশান অ্যাক্সেস দিতে হবে আর Accessibility Setting অন করে নিতে হবে। এর পরে আর কোন কাজ নেই।

এর পর থেকে আপনার ফোনের কোন অ্যাপ কোন কাজে কখন কোন হার্ডওয়্যার বা সফটওয়্যার ব্যবহার করতেছে, কত সময় ধরে করতেছে আপনি এক নজরেই দেখে নিতে পারবেন। আপনি চাইলে অ্যাপটির পারমিশন নিয়ন্ত্রনও করতে পারেবন।

এছাড়া যখন আপনি কোন অ্যাপ ব্যবহার করবেন, তখন অ্যাপটি আপনার মাইক্রোফোন, ক্যামেরা ব্যবহার করলে আপনাকে স্ক্রীনের উপরে ডান পাশে আইকন হিসাবে শো করবে। ফলে আপনি সহজেই বুঝতে পারবেন অ্যাপটি আপনার অজান্তে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করতেছে কিনা। আপনি চাইলে গ্রীন আইকনে ক্লিক করে সাথে সাথেই পারমিশন বন্ধ করে দিতে পারবেন।

এছাড়াও যখন আপনি ফোনটি অফ করে রেখে দিয়েছেন অর্থাৎ আইডেল অবস্থায় কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অন থাকে, কোন পারমিশন ব্যবহার করতেছে, কত সময় ধরে সেই সবও দেখতে পারবেন।

Play Store link :- Click Here

For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments