আপনি খুব সহজেই ঘরে বসে ব্লগার হয়ে জেতে পারেন। এবং খুব সহজেই টাকা অর্জন করতে পারেন। এই করোনা মহামারিতে অনেকেরই চাকরি চলে গিয়েছে। ব্লগটি হইত তাদের অনেক কাজে আসবে।
WordPress-এ সাইট চালাতে গেলে হোস্টিং-এর প্রয়োজন পরে যাহ অনেকটা ঝামেলার। কিন্তু, Blogger-এ কোন হোস্টিং-এর প্রয়োজন পরে নাহ। আপনি চাইলে ২-৩ মিনিটের মধ্যে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন।
আগের ব্লগে আমি বলেছি কিভাবে ৬ টা স্টেপে আপনি হোস্টিং ছাড়ায় WordPress খুলতে পারবেন। Blog Link.
১.
প্রথমেই আপনাকে www.blogger.com -এ যেতে হবে। এরপরে Create Your Blog -এ ক্লিক করে আপনার একটা G-mail আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
২.
এরপরে আপনাকে আপনার ব্লগের নাম দিতে হবে যাহ ডিসপ্লে নেম বলা হয়।
৩.
এরপরে আপনার ব্লগের জন্য ডোমেইন নেম বেছে নিতে হবে।
তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ব্লগার অ্যাকাউন্ট।
0 Comments