বর্তমানে জিপিউ মার্কেটের যেই অবস্থা তাতে করে GPU দিয়ে বুইল্ড করা সম্ভব হচ্ছে নাহ। আমার বেশ কয়েকটি বুইল্ড রয়েছে যাহ GPU ছাড়া। চাইলে সেই গুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন।
আজকের বুইল্ড তাদের জন্য যারা এই সময়েও with GPU বুইল্ড করতে চাসছেন। যেহেতু, GPU এর দাম অনেক বেশি তাই Cost Cutting করতে হয়েছে অনেক জায়গাতে দাম ঠিক রাখতে গিয়ে।
তাই আমি আবারও বলব এই সময় With GPU দিয়ে পিসি নাহ কিনে GPUছাড়া কিনুন আর পরবর্তীতে দাম কমে গেলে অ্যাড করে নিবেন।
এই বুইল্ডটি i3 10100f আর GPU দিয়ে করা হয়েছে। আমার আরও ২টি ব্লগ আছে i3-10100 দিয়ে ৫০ হাজার বাজেটর মধ্যে। চাইলে সেটা দেখতে পারেন।
১. i3 10100 + nvme + 8GB Budget 37k. blog link
২. i3 10100 + nvme + HDD + 16GB + FHD Monitor Budget 50k. blog link
CPU Intel 10th Gen Comet Lake Core i3 10100f 9,500 /-
GPU Biostar Nvidia GT 1030 2GB Graphics card 9,500 /-
Total 35,580/-
বিল্ডটির সর্বোমট বাজেট হলো ৩৫,৫৮০ টাকা। যাদের বাজেট ৫০ হাজার টাকা তারা চাইলে এই বিল্ড-টি নিতে পারেন। Cost Cutting এর জন্য With PSU case ব্যবহার করা হয়েছে। তবে কেউ চাইলে
Casing Value Top VT-B700 Gaming Case 2,700 /-
PSU Gigabyte GP-P450B 450W Non Moduler 80 Plus Bronze 3,500 /-
দিয়ে বুইল্ড করতে পারেন। তখন খচর পরবে ৩৮ হাজার।
Monitor এর জন্য নিচের Monitor গুলো দেখতে পারেন। ১০-১৮ হাজার টাকা বাড়তে হবে মনিটর ভেদে।
0 Comments