My SOS Family


আজকে আমি আপনাদের সাথে অনেক কাজের একটা Apps এর সাথে পরিচয় করিয়ে দিবো। অ্যাপটি হচ্ছে My SOS Family.

বিপদ কখনো বলে আসে নাহ। আমরা কেউ জানি নাহ কে কখন বিপদে পরব। অনেক সময় বিপদের মধ্যে মাথাও কাজ করে নাহ। কি করব, কিভাবে বিপদ থেকে বের হবো সেটা ভাবতে ভাবতেই আরো বিপদের মধ্যে পরি। তখনই আসে My SOS Family অ্যাপ। অ্যাপটির কাজ হচ্ছে এক ক্লিকে আপনার প্রিয়জনদের কাছে একটা call, একটা massage, আপনার current location পাঠিয়ে দেওয়াযার ফলে আপনার কাছের মানুষগুলো সহজেই আপনার বিপদে এগিয়ে আসতে পারবে। অথবা, আইনি ভাবে আপনাকে খুব সহজেই উদ্ধার করতে পারবে।


অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ। অ্যাপটি ইন্সটল করে অ্যাপটিতে গেলে প্রথমেই Location permission চাইবে। এর পরে আপনাকে আপনার নাম্বার দিয়ে অ্যাপটি সেট-আপ করে নিতে হবে। এরপর আপনাকে আপনার প্রিয়জনদের নাম্বার গুলো অ্যাপে দিয়ে সেভ করে রাখতে হবে। আর সব শেষে আপনাকে অ্যাপটির Widget টি হোমে সেট-আপ করে নিতে হবে।

এরপর আপনি যখনই widget এ ক্লিক করবেন একটা call, একটা massage, আপনার current location আপনার নির্বাচিত নাম্বার গুলোতে চলে যাবে।


অ্যাপটি অনেক কাজের এবং প্লে-স্টোরে ফ্রী তেই রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অ্যাপটি শুধু মাত্র UK, Ireland, Australia, Spain, France, Germany, US, Canada, Sweden, Israel, Belgium, India তে ব্যবহার করা যাবে।

যারা কোলকাতার তাদের জন্য এই ব্লগটি তৈরি করা।

Play Store link :- Click Here


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments