আজকে আমি দেখাব কিভাবে আপনি নিজের custom welcome notes সেট করতে পারবেন, যেটা কিনা পিসি start up এর সময় পড়ে শুনাবে।
১. প্রথমে একটা নোট প্যাড বা নোট প্যাড++ ওপেন করে নিচের কোড টা লিখুন।
কোডঃ-
Dim speaks, speech
speaks=" ❎ "
Set speech=Createobject("sapi.spvoice")
speech.Speak speaks
২. এখন ❎ এর মধ্যে সেই বাক্যটা লিখুন যেটা আপনি চান পিসি start up এর সময় পড়ে শুনাবে। অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।
৩. এখন সেভ করার সময় ফাইল এক্সটেন্সান .vbs দিয়ে সেভ করুন।
৪. এরপরে, রান কোমান্ড অন করুন win + R চেপে এবং টাইপ করুন, shell:startup
৫. সব শেষে স্টার্টআপ ফোল্ডারে আপনার ফাইল টা রেখে কেটে দিন।
এখন পিসি অন হয়ে আপনার লিখা বাক্যটাই পড়ে শুনাবে। যদি windows 8 বা তার আগের ভার্সন হয়ে থাকে তাহলে আপনি control view by small/large icons sound এ ক্লিক করুন। এরপরে sounds এ গিয়ে play windows start up টা আন-চেকড করে দিন।
windows 10 হলে প্রয়োজন নেই।
0 Comments