কিভাবে আপনার সাইটে Auto Ads যুক্ত করবেন --- বিস্তারি জানুন ---

একজন ব্লগার দুই ভাবে তার সাইটে অ্যাড দেখাতে পারে। একটা হচ্ছে কাস্টম অ্যাড অন্যটি হচ্ছে অটো অ্যাড।



Auto Ads কী

সাধারনত ব্লগে custom ads বসানোর জন্য আলাদা আলাদা ads কোড জেনারেট করে বসাতে হয়। কিন্তু Auto Ads এর ক্ষেত্রে আপনাকে শুধু একবার কোড বসাতে হবে, বাকি কাজ গুগল নিজে থেকেই করে নিবে। আপনি যদি আপনার ব্লগে auto ads বসান তাহলে গুগল আপনার ব্লগের যে জায়গায় যে ads দরকার সেটি অটোমেটিক দিয়ে দিবে। অর্থাৎ আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে গুগল নিজেই অ্যাড দেখাবে ফলে আপনাকে ads নিয়ে কোনো চিন্তা করতে হবে না।


Auto Ads এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে,

১. এটি আপনার ব্লগের কন্টেন্ট অনু্যায়ি ads দিবে যার ফলে আপনার আর্নিং‌ বেড়ে যাবে।

২. আপনাকে আলাদা আলাদা ভাবে ads  বসাতে হবে না।


কিভাবে auto ads ব্লগে ads বসাবেন

১.    প্রথমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগইন করুন।

২.    এখন আপনার সাইট-টি অ্যাড করতে সাইট ট্যাবে যান।

৩.    সাইট অ্যাড করার পরে উপরে Get Code নামে একটা অপশন আসবে সেটাতে ক্লিক করে কোড কপি করুন।

৪.    কপি করা কোড এখন আপনার ব্লগ সাইটের থিমে গিয়ে <head> টাগের আগে বসিয়ে দিন।

৫.    আপনার কাজ শেষ, এখন গুগল নিজে থেকেই আপনার হয়ে আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে অ্যাড দেখাবে, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর সাইট অ্যাড দেখানোর জন্য অনুমতি পায়।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments