5 software --- every pc user should have ---

আজকে আমি ৫টি সফটওয়্যার নিয়ে কথা বলব যাহ কিনা প্রত্যেক পিসি ব্যবহারকারীর থাকা প্রয়োজন। সফটওয়্যারগুলো খুবই প্রয়োজনীয় আর কাজের। তাই কথা নাহ বাড়িয়ে মুল কথায় আসা যাক।



1. Recuva


একজন পিসি ব্যবহারকারী অনেক সময় ভুল করে অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ছবি ডিলিট করে ফেলে। বাহ ফাইল corrupted হয়ে যায়। তখন ফাইল ফিরে পাওয়া আর সম্ভব হয় নাহ। তখনই প্রয়োজন পরে ফাইল রিকোভারী সফটওয়্যারের। Recuva একটি ফাইল রিকোভারী সফটওয়্যার। এটা দিয়ে খুব সহজেই যে কেউই হারানো ফাইল ফিরিয়ে আনতে পারবে, কারণ এর ইউজার ইন্টারফেস একদম সহজ।
কোন জায়গায় ফাইল ছিল সেটা নির্বাচন করে দিলে Recuva নিজে থেকেই সব কাজ করে নিয়ে ফাইল দেখিয়ে দিবো। আপনাকে জাস্ট যেই ফাইল গুলো রিকোভার করতে হবে টা সিলেক্ট করে রিকোভারীতে ক্লিক করলেই ফাইল রিকোভার হতে শুরু করবে।



2. DriverPack solution


একটা কম্পিউটার ঠিকভাবে চলতে হলে তার প্রয়োজন অনেক সফটওয়্যার। বর্তমান সময়ে প্রতিনিয়ত সফটওয়্যার আপডেট করা হচ্ছে ভাইরাস থেকে মুক্ত রাখতে। প্রতিদিন খুঁজে খুঁজে সফটওয়্যার আপডেট করা সবার পক্ষে সম্ভব হয়ে উঠে নাহ আবার বিরক্তিকরও বটে। তাই প্রয়োজন এমন কিছু যাহ কিনা আপনার এই বিরক্তিকর কাজটি নিজে থেকেই করে দিতে পারে। DriverPack solution হচ্ছে তেমনই একটি সফটওয়্যার। DriverPack এর সার্ভারে বর্তমান সময়ের সব সফটওয়্যারের Latest versionগুলো সংগ্রিহত থাকে। DriverPack তার সার্ভারের ডাটাবেজের সাথে আপনার পিসিতে থাকা সফটওয়্যারগুলোর ভার্সন মিলাতে থাকে প্রতিনিয়ত। যখনই কোন আপডেট দেখতে পাই নিজে থেকেই ইন্সটল করে নেই, ( তবে আপনি যদি অটো-ইন্সটল চালু রাখেন সেই ক্ষেত্রে ) নাহলে আপানাকে একটা বার্তা পাঠাবে নিউ আপডেটের। Driver Pack ব্যাকগ্রাউন্ডে কাজ করে বিধায় আপনার গুরুত্বপূর্ণ কাজের মনোযোগে সমস্যা করে নাহ।



3. WPS Office


এটা মাইক্রোসফট অফিসের মতো সফটওয়্যার। আপনি অফিসের সব কাজ এর মাধ্যমে করতে পারেবন। শুধু তাই নয়, আপনি পিসি, ওয়েব, ফোন, আইফোন সব জায়গায় আপনার কাজ sync করে নিতে পারবেন। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, যেকোনো সময় আপনার প্রয়োজনীয় ফাইলে কাজ করতে পারবেন। খুবই লাইট-ওয়েট অ্যাপ। ফলে জায়গাও লাগে কম।



4. anvi folder lock


আপনি যদি আপনার ফোল্ডার নিয়ে খুব চিন্তায় থাকেন যে হ্যাক হয়ে যায় কিনা তাহলে এই সফটওয়ারটি আপনার জন্য। এটা মুলত উইন্ডোজ বিট-লকার এর মতো কাজ করে। Windows BitLocker পুরো ড্রাইভ লক করে দেয় আর এটি শুধু মাত্র আপনার নির্বাচিত ফোল্ডারটিই লক করে রাখে। ফলে কেউ চাইলেও আপনার ফাইল অ্যাক্সেস করতে পারবে নাহ। হক অফ-লাইন বা অন-লাইন।



5. Libreoffice


এটাও WPS Office এর মতো অফিস সফটওয়্যার হলেও খুবই জনপ্রিয়। মাইক্রোসফট অফিসের পরেই এটির অবস্থান ব্যবহারকারীর দিক থেকে। সকল ধরণের অফফিসিয়াল কাজ খুব সহজেই করা যায় এটা দিয়ে। তার উপর এটা সম্পূর্ণ ফ্রী-তেই ব্যবহার করা যায়। কিন্তু এটা শুধু মাত্র পিসি-তে ব্যবহার করা যায়। তাই sync এর কোন ব্যবস্থা নেই।

Post a Comment

0 Comments