Top 5 games for Low end PC

বর্তমান সময়েও অনেক পিসি ইউজার আসেন যারা কিনা এখনও Core Duo Processor ব্যবহার করেন। এখনকার বেশির ভাগ গেম খলতে হলে লাগে High End PC. কিন্তু যারা অনেক আগে থেকে পিসি ব্যবহার করতেছেন তাদের ইচ্ছা করে গেম খেলতে। আজকে আমি ৫টি অসাধারণ গেম নিয়ে কথা বলব, যাহ কিনা Low End পিসি-তে খুব সহজেই চলবে।
আমি গেম নিয়ে খুব বেশি কিছু বলব নাহ, শুধু বলব কেমন পিসি প্রয়োজন গেম গুলো খেলার জন্য।

System requirements: কম করে হলেও Core Duo Processor আর 2GB র‍্যাম। যাদের iGPU রয়েছে শুধু মাত্র তারাই খেলতে পারবেন গেমগুলো। আপনার যদি  iGPU নাহ থাকে তাহলে ১০০০-২০০০ টাকা দিয়ে একটা ১জিবি জিপিইউ কিনে নিতে হবে। iGPU হচ্ছে Build in Gpu.


1. Saint Row 3

এটা অনেকটা স্টোরি বেস গেম। গেমের কাহিনি হচ্ছে একটা শহরের দুইটা দলের মধ্যে কে সেরা নিয়ে। গেমটি ২০১০ সালে মার্কেটে আসে। গেমটি খেলতে হলে আপনার ২জিবি র‍্যাম, ১০ জিবি স্টোরেজ, ৩২০ এমবি জিপিইউ প্রয়োজন হবে, যাহ shared iGPU দিয়েই কাজ চলে যাবে। যদি র‍্যাম ১ জিবি হয় তাহলে ৭২০পি তে খেলতে হবে।



2. Crysis 1

গেমের মধ্যে আপনাকে একজন যোদ্ধার ভূমিকা পালন করতে হয়। সহজ ভাবে বুঝার জন্য বলা যায় এটা call of duty এর মতো গেম। ২০০৭ সালে গেমটি মার্কেটে এসেছে। গেমটি খেলতে হলে আপনার ১.৫ জিবি র‍্যাম, ১২ জিবি স্টোরেজ, ২৫৬ এমবি জিপিইউ প্রয়োজন হবে। আর DirectX 9.0c প্রয়োজন পরবে।



3. Lara Croft Tomb Raider: Legend

এটা মুলত একটা স্টোরি বেস গেম হলেও, গেমের মধ্যে আপনাকে নানারকম অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতে হবে যাহ কিনা আপনাকে অনেক রোমাঞ্চ করে তুলতে বাধ্য। বর্তমান সময়ে গেমটি খেলতে হলে আপনাকে compatibility থেকে windows XP সিলেক্ট করে নিতে হবে, কারণ গেমটি XP এর উপরই তৈরি করা। আর মজার বিষয় হচ্ছে র‍্যাম প্রয়োজন পরবে মাত্র ৫১২ এমবি। গেমটি ২০০৬ সালে বাজারে এসেছে।

 

4. Call of Duty Black Ops 1

২০২১ সালে এসে এই গেম নিয়ে কিছু বলার নেই। এই সময়ের এমন কোন মানুষ নেই যারা কিনা গেম খেলে অথচ Call Of Duty গেম সম্পর্কে জানে নাহ বাহ শুনে নি। এটা পিসি ভার্সনের প্রথম গেম। যাহ ২০১১ সালে বাজারে এসেছে। intel iGPU 4000 দিয়ে খুব সহজেই গেমটি খেলা যায়। র‍্যাম প্রয়োজন পরবে ২জিবি। যদি সমস্যা হয় তাহলে ৭২০পি তে খেলতে হবে। আর ১২ জিবি স্টোরেজ প্রয়োজন পরবে।



5. Far Cry 3

এটা First-Person বেস শুটিং গেম। গেমে আপানাকে পাইরেটসদের সাথে লড়াই করে বেচে থাকতে হবে। গেমটি খেলতে হলে ৪জিবি র‍্যামের প্রয়োজন পরবে কিন্তু যদি আপনি ৭২০পি তে খেলেন তাহলে ২জিবি দিয়েও কাজ চলে যাবে।

Post a Comment

0 Comments