অভ্র দিয়ে বাংলা লিখুন --- Adobe -এর সফটওয়্যারগুলোতে ---

একটা সময় ছিল যখন মানুষ ইংরেজি এর সাথে বাংলা টাইপিংও শিখতো। কিন্তু বর্তমান সময়ের কয়জনই বা আছে যারা কিনা বাংলা টাইপিং শিখে। বর্তমান সময়ে সবাই ফনেটিক দিয়ে বাংলা লিখে। আর তখনই আসে অভ্র কীবোর্ডের কথা। অভ্র দিয়ে সব জায়গায় ঠিক করে লিখা গেলেও Adobe -এর সফটওয়্যারগুলোতে অনেক সমস্যা করে। বর্তমানে নানা কাজেই আমাদের Adobe -এর সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয় এবং সেই খানে বাংলা লিখতে হয়।

তাই আজকে আমি বলব কিভাবে আপনি মাত্র ৩ ক্লিকে অভ্র এর সমস্যা সমাধান করতে পারেবন।


১.    প্রথমে অ্যাকশান প্যানেল থেকে অভ্র -তে রাইট ক্লিক করে, টুলস থেকে Output as ANSI (are you sure) নির্বাচন করুন।

Action panel → tools → outpur as ANSI

কোন পপআপ আসলে ইয়েস দিয়ে কেটে দিন।



২.    এখন ফটোশপে গিয়ে, টাইপিং টুলস নিয়ে ক্যানভাসে ক্লিক করে লিখার বক্স আনুন। এরপর ভাষা নির্বাচন করুন, Kalpurush ANSI .


৩.    যেহেতু কীবোর্ড ইংরেজি ভাষায় রয়েছে তাই অভ্র -এর বাংলা ভাষা নির্বাচন করুন F12 কী প্রেস করে। এখন লিখতে থাকুন কোন ঝামেলা ছাড়াই।


মনে রাখবেন, আপনার কাজ শেষ হয়ে গেলে পুনরায় Action panel → tools → output as Unicode নির্বাচন করে নিবেন। অন্যথায়, অন্য সব জায়গায় লিখতে সমস্যা করবে।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments