Future of Gaming --- Cloud Gaming --- things you should know

বর্তমান নয় প্রায় ৭-৮ দশক ধরে মানুষ ইলেক্ট্রনিক গেমিং করে আসতেছে। কিন্তু তার সবই ছিল হার্ডওয়্যার বেস। অর্থাৎ গেম খেলতে হলে আমাদের প্রয়োজন হতো কোন না কোন ডিভাইসের। এক এক গেমের জন্য প্রয়োজন হতো এক এক ডিভাইস, আবার আপডেট  হলে কিনতে হতো নতুন ডিভাইস। কিন্তু ভবিষ্যতেও কি এইভাবেই গেম খেলতে হবে নাকি আসবে কোন পরিবর্তন।
হা আজকে আমি কথা বলব ভবিষ্যতের গেম নিয়ে। কেমন হলে ভবিষ্যতের গেমগুলো। আর কিভাবেই বা খেলতে হবে সেই গুলো।


ভবিষ্যতের গেমগুলো হবে Cloud Base গেম। অর্থাৎ, ভবিষ্যতের গেম গুলো খেলা যাবে যেকোনো ডিভাইস দিয়ে। হোক সেটা ১০ বছর পুরনো বা হোক একদম নতুন। হোক ফোন বা কম্পিউটার। ডিভাইস, প্রসেসর এইসবের উপর আর নির্ভর করবে নাহ। ফলে একজন ব্যক্তি সহজেই সাধারণ পিসি দিয়েও গেমিং করতে পারবে। শুধু তাই নয়, একই গেম ফোনে, পিসি -তে, এক্সবক্স - এ খেলা যাবে। আলাদা আলাদা ভাবে কিনতে হবে নাহ। যাহ এখন করতে হয় ( উদাহরণ, আপনার যদি পিসি তে Minecraft কিনা আসে কিন্তু সেটা আপনি Android বা iOS তে ব্যবহার করতে পারবেন নাহ। আপনাকে নতুন করেই কিনতে হবে। ) কিন্তু ভবিষ্যতে আপনার যদি Cloud Server -এ কোন গেম কিনা থাকে তাহলে সেটা আপনি আপনার যেকোনো ডিভাইস দিয়েই খেলতে পারবেন।

যেহেতু, ডাউনলোড করতে হবে নাহ তাই ডিভাইসে অনেক জায়গারও প্রয়োজন পরবে নাহ। আবার ডাউনলোড এবং ইন্সটল করার জন্য যেই সময় লাগত সেটাও আর লাগবে নাহ। ফলে সময় ও মূল্য দুটোই বেচে যাবে।

নতুন নতুন গেম আসলে, বা গেমের আপডেট হলে আর ডিভাইস আপডেট করতে হবে নাহ। ফলে আবারও টাকা সাশ্রয় হবে।

কিন্তু Cloud Base গেমের অনেক সুবিধার মধ্যে একটাই সমস্যা রয়েছে। সেটা হচ্ছে নেট। হ্যাঁ, যেহেতু Cloud Base গেম তাই আপনার নেট হতে হবে অনেক ভালো। 1 ms এর নিচে রাখতে হবে পিং, আপ্লোড-ডাউনলোড স্পীড ৩৫-৫০ MBps রাখতেই হবে নাহলে আপনি ঠিক করে খলেতে পারবেন নাহ। Latency জনিত কারণে আপনি হেরে যাবেন অন্যথায়।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments