AdSense কি এবং কিভাবে কাজ করে

AdSense হলো একটি অ্যাড কোম্পানি যেটি YouTube, Blog site, Website, Android Apps -এ বিজ্ঞাপন দিয়ে থাকে। আর এই বিজ্ঞাপনে ক্লিক এর উপর ভিত্তি করে AdSense ক্রিয়েটরকে টাকা দেয়।
AdSense দুই ধরনের হয়ে থাকে,
১. হোস্টেড
২. নন-হোস্টেড


আপনার যদি YouTube বা Blog site থেকে থাকে এবং আপনি অ্যাডসেন্স ব্যবহার করেন, তাহলে আপনি একজন হোস্টেড অ্যাকাউন্ট হোল্ডার। যে অ্যাকাউন্ট  ইউটিউব বা ব্লগ -এর মাধ্যমে নেওয়া হয়েছে তা হল হোস্টেড অ্যাকাউন্ট। হোস্টেড অ্যাডসেন্স -এর বিজ্ঞাপন শুধুমাত্র ইউটিউব ও ব্লগ এর মধ্যে সীমাবদ্ধ।

YouTube ও Blog site ছাড়া, অর্থাৎ যাহ গুগল-এর নয় সেই সকল সাইট এবং Android App -এ যে অ্যাড দেখা যায় তার সবই নন-হোস্টেড অ্যাড। Android গুগল -এর হলেও অন্য আরও অনেক কোম্পানি রয়েছে যারা লাইসেন নিয়ে Android ব্যবহার করে থাকে তাই গুগল এটাকে হোস্টেড এর আওতাভুক্ত রাখে নি।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments