ফোন স্লো এবং গরম হয়ে গেলে করণীয়

নতুন ফোন কার নাহ ভালো লাগে। সুন্দর রূপ, দারুন স্পীড সব কিছু মিলিয়ে মন ভরে যায়। কিন্তু এই মন ভালো করা ফোন টাই কিছু দিন পরে আর ভালো লাগে নাহ কারণ স্লো হতে শুরু করে। তার সাথে যুক্ত হয় অল্পতেই গরম হয়ে উঠা।

ফোন গরম এবং স্লো হওয়া কারন এবং সমাধান :- 

১.    যদি আপনি ফোনে অপ্রয়োজনীয় এপ্লিকেশন ইন্সটল করে অব্যবহিত অবস্থায় রাখেন তাহলে আপনার ফোন স্লো হতে পারে ।কারন এপ্লিকেশনটি আপনার ফোনের অনেক জায়গা দখল করে আছে। যার ফলে আপনার ফোন ভালো ভাবে সিস্টেম ফাইল রিড রাইট করতে পারছে না এবং ফোন স্লো হয়ে যাচ্ছে।

ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান ইন্সটল করা থেকে বিরত থাকুন, প্রতি মাসে একবার করে দেখুন আপনার কোন অ্যাপ্লিকেশানগুলো অব্যবহিত রয়েছে। সেই গুলো আনইন্সটল করে ফেলুন।


২.    অনেক সময় আমরা নানা অ্যাপ্লিকেশান হুজুকের বসে ইন্সটল করে দেখি কাজের নাহ, তখন আনইন্সটল করে দেই। আপনি যদি মনে করেন যে, অ্যাপ্লিকেশানটি আনইন্সটল করলেই আপনার ফোন থেকে পুরোপুরি ভাবে ডিলিট হয়ে গেছে তাহলে আপনার ধারনাটি সম্পূর্ণ ভুল। কারণ, অ্যাপ্লিকেশান আনইন্সটল করলেও এর বিভিন্ন ফাইল এবং ডেটা Android ফোল্ডারে রয়ে যায় এবং ফোন-কে স্লো করে।

প্রতি সপ্তাহে নাহ পারলে অন্তত মাসে একবার করে ফোনের Android ফোল্ডারটি দেখুন এবং ক্লিন করুন। তবে খেয়াল রাখবেন যেন গেম এর ডাটা ডিলিট করে নাহ ফেলেন। টাই সতর্কতার সাথে কাজটি করবেন।


৩.    বিভিন্ন অ্যাপ্লিকেশান আপডেটের ফলে ফোন স্লো এবং গরম হতে পারে। কারণ, অ্যাপ্লিকেশানের নতুন ভার্সনটি আপনার ফোনের কনফিগারেশনের সাথে comfortable নাও হতে পারে। তাছাড়া, অনেক সময় Bugs ও থাকে যাহ ফোনে নানা ব্যাঘাত তৈরি করে ফলে ফোন স্লো হয়ে যায়।

নতুন আপডেট আসলে দ্রুত ইন্সটল নাহ করে এক সপ্তাহ অপেক্ষা করুন এবং অন্যদের ফিডব্যাক নিন এবং দেখুন আসলেই কি আপনার প্রয়োজন আসে আপডেট করার।


৪.    আবার, আপডেট দেওয়ার সময় তাড়াহুড়ার ফলে বা অন্য কোন কারনে ঠিক ভাবে আপডেট নাহ হলে ফাইল মিসিং হয়ে যায়। তখন নানা জটিলতা তৈরি হই এবং ফোনে গরম ও স্লো হতে শুরু করে।

আপডেট করার সময় ফোনের চার্জ ৬০% রাখুন এবং ব্যবহার করা থেকে বিরত থাকুন। তাই, আপডেটে ক্লিক করার পরে ফোন কোথাও রেখে দেওয়াই উত্তম।


৫.    ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি ৭৫%  এর বেশি পূর্ণ থাকে তাহলেও ফোন স্লো হতে শুরু করে।

চেস্টা করবেন ফোনের স্টোরেজ ৭৫% পর্যন্ত খালি রাখার। এর জন্য ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস আনইন্সটল করুন। এক্সট্রা মেমোরি কার্ডে ফাইলস রাখুন। YouTube এর থেকে ডাউনলোড করার সময় মেমোরি কার্ড নির্বাচিত করুন।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments