Blog and Website SEO --- tips & trick ---

বর্তমানে সবাই কোনো কিছু খোঁজার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। সার্চ করার পর যে রেজাল্ট আসে, সেখানের উপরে যে সাইটগুলো থাকে অধিকাংশ ভিজিটর ঐ সাইট গুলোতে প্রবেশ করে। তাই ব্লগ বা ওয়েব সাইটের এডমিনরা চায় সার্চ রিজাল্টে তাদের সাইট যেন উপরে থাকে।
ব্লগে যখন কোনো আর্টি‌কেল পোস্ট হয়, তখন সার্চ ইঞ্জিন আর্টি‌কেলের টাইটেল এবং গোটা আর্টি‌কেল ভাল ভাবে ইন্ডেক্স করে। ইন্ডেক্স করার পর যদি সার্চ ইঞ্জিন মনে করে আর্টি‌কেলটি ইনফরমেটিভ তাহলেই সার্চ ইঞ্জিন আপনার আর্টি‌কেলটিকে সার্চ রেজাল্টের সামনে আনবে অন্ন্যাথায় নয়। তবে কপি করা কোনো আর্টি‌কেল কোন ভাবেই সার্চ রেজাল্টে সামনে নিয়ে আসা যাবে না।


Blog site SEO
ব্লগে এসইও করার আগে আপনি ব্লগে পর্যা‌প্ত আর্টি‌কেল পোস্ট করে দিতে হবে। তারপর আপনার ব্লগকে Google Search Console -এ সাবমিট করে নিতে হবে। ব্লগে যখন আর্টি‌কেল লিখবেন তখন কিছু কী-ওয়ার্ড টার্গে‌ট করে নিবেন। ভালো ভাবে রিসার্চ করে টাইটেল নির্বাচন করবেন। এমন ভাবে আর্টি‌কেল লিখবেন যাথে সহজে বোঝা যায় আপনি কি বিষয়ে আর্টি‌কেল লিখছেন।


কী-ওয়ার্ড নির্বাচন
কী-ওয়ার্ড নির্বাচন করার জন্য আপনি গুগল এর কী-ওয়ার্ড প্লানার ব্যবহার করতে পারেন। কী-ওয়ার্ড নির্বাচন করার সময় হাই কম্পিটিশনের কিওয়ার্ড‌ ব্যবহার করবেন না। মিডিয়াম  কম্পিটিশন এর কিওয়ার্ড‌ ব্যবহার করুন। হাই কম্পিটিশন এর কিওয়ার্ড‌ দিয়ে নতুন কোন ব্লগকে সামনে নিয়ে আসা অনেক কঠিন। কী-ওয়ার্ড আর্টি‌কেল এর সাথে মিল রেখে নির্বা‌চন করুন। অপ্রাসঙ্গিক কোনো কী-ওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন।


Search Description 
এসইও এর জন্য সার্চ ডেস্কিপশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ সার্চ ডেস্কিপশন পড়েই সার্চ ইঞ্জিনের রোবট কোনো আর্টি‌কেল সম্পর্কে‌ পূর্ণ ধারণা লাভ করে।

For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments