YouTube Video SEO --- tips & trick ---

গত কালকে আমি বলেছি কিভাবে আপনি Blog and Website SEO -এ এসইও করবেন। আপনারা অনেকেই বলেছেন যে YouTube Video SEO নিয়ে লিখতে। তাই আজকে আমি বলব কিভাবে আপনি আপনার YouTube Video SEO করতে পারবেন। YouTube Video SEO করার জন্য আপনাকে তিনটি কাজ ভালো ভাবে করতে হবে তবে আপনার ভিডিও এর কন্টেন্ট যদি ভাল না হয় তাহলে যতই এসইও করেন নাহ কেন কোনো কাজ হবে না।


1.    Video Title

ভিডিও র‍্যাংক করার জন্য টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইটেল দেওয়ার আগে অবশ্যই কী-ওয়ার্ড রিসার্চ করে নেওয়া উচিত। টাইটেল দেওয়ার ক্ষেত্রে, প্রথমে আপনার ভিডিও রিলেটেড কী-ওয়ার্ড লিখে সার্চ দিন, সবার উপরে যে তিনটি ভিডিও থাকবে চেষ্টা করবেন যে আপনার ভিডিও এর টাইটেল ঐ তিনটি ভিডিও এর টাইটেল এর কাছাকাছি যেন হয়। একদম হুবহু দিলে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স এর স্টাইক আসতে পারে।


2.    Video Tag

টাইটেলের মত ট্যাগও খুবই গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ  সময় ট্যাগের জন্য ভিডিও র‍্যাংক করে। টাইটেল এর মত ট্যাগ দেওয়ার আগেও আপনাকে ট্যাগ রিসার্চ করে নিতে হবে। এজন্য আপনি গুগল এর কী-ওয়ার্ড প্লানার ব্যবহার করতে পারেন।


3.    Video Description

আপনি যে ভিডিও আপলোড করলেন তার জন্য সুন্দর করে একটি ডেসক্রিপশন অবশ্যই লিখতে হবে। যাতে করে মানুষ আপনার ভিডিও সম্পর্কে একটা সুন্দর ধারণা লাভ করতে পারে। তার ফলে আপনার ভিডিও বেশি সময়ে ধরে দেখবে। চেষ্টা করবেন ইংরেজিতে দিতে, তাহলে আপনার ভাষার বাইরেও মানুষ দেখবে আর বুঝতে পারবে।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments