MCN কি --- MCN এর সুবিধা ও অসুবিধা

MCN হলো Multi Channel Network. MCN -এর নিজেদের একটি এ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং যারা MCN - এ জয়েন করে তাদের চ্যানেলও ঐ এ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে। MCN -এ যুক্ত চ্যানেলে MCN -এর এ্যাডসেন্সের এ্যাড দেখানো হয় এবং সমস্ত Earning MCN -এর এ্যাডসেন্স এ যোগ হয়।

MCN -এর যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও রয়েছে। নিম্নে টা উপস্থাপন করা হলো।

সুবিধা

১. আপনি যদি MCN -এ জয়েন করেন তাহলে আপনার ভিডিওতে যদি কোন প্রকারের Copyright Claim আসে তাহলে MCN আপনাকে এইটা রিমোভ করতে সহায়তা করবে। তবে আপনি যদি ইউটিউবের কোনো rules ভাঙ্গেন বা Community Guide Lines অমান্য করেন, তাহলে MCN আপনাকে সহায়তা করেও কোনো কাজ হবে না।


২. কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে তাহলে MCN আপনার হয়ে ঐ ভিডিওতে রিপোর্ট করবে ।আপনি যদি MCN এ জয়েন না করেন সেক্ষত্রেও আপনি রিপোর্ট করতে পারবেন তবে কেউ আপনার কন্টেন্ট কপি করলে খুজে পেতে অনেক সময় লাগবে।


৩. আপনার চ্যানেল যদি অনেক বড় হয় আর আপনার যদি কোন স্পন্সার এর প্রয়োজন হয় তাহলে MCN আপনাকে স্পন্সার খুজে পেতে সহায়তা করবে।


৪. MCN -এ জয়েন হলে আপনাকে Adsense -এর মতো পিন ভিরিফিকেশন এর ঝামেলা নেই। যেখানে Adsense 100$ না হলে পেমেন্ট করে সেখানে MCN 50$ হলে বা কোনো কোনো MCN 1$ হলেও পেমেন্ট করে।


৫. Adsense শুধু মাত্র চেক এবং ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে পেমেন্ট দেয়। MCN অনেক ভাবে পেমেন্ট করে।যেমন, ব্যাংক ট্রান্সফার, Payoneer, PayPal এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।


অসুবিধা

 MCN -এ জয়েন হওয়ার পর আপনার Earning অনেক ভাগে ভাগ হয়ে যাবে। MCN তাদের কমিশন রেখে আপনাকে আপনাকে পেমেন্ট করবে। MCN -এ জয়েন করার সময় তারা আপনার সাথে একটা কন্টাক্টের মাধ্যমে জয়েন করাবে। আপনি যত বছরের কন্টাক্টে জয়েন হবেন তত বছরের আগে আপনি বের হতে পারবেন না।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments