আমরা প্রতিদিন কত বার Social Platform গুলো ব্যবহার করি নিজেও জানি নাহ। এর সাথে কখন কি শেয়ার করি তারও খবর রাখি নাহ। কোন কিছু ভালো লাগল তো শেয়ার করে দেই। আপনি কি জানেন এই Social Platform গুলো থেকেও টাকা আয় করা যায় YouTube এর মতো করে। Facebook watch program এর মাধ্যমে আপনি চাইলে এখন টাকা আয় করতে পারবেন ফেসবুক থেকে।
ফেসবুক থেকে টাকা আয় করতে হলে আপনার প্রয়োজন পরবে একটা ফেসবুক পেজ -এর। আপনার পূর্বে কোন পেজ থাকলে সেটাও ব্যবহার করতে পারেবন।
ফেসবুক পেজ মনিটাইজ করতে কি কি প্রয়োজন
ইউটিউব থেকে আয় করতে হলে অনেক কিছুর প্রয়োজন পরে, যেমন এক বছরে এক হাজার সাবস্ক্রাইব এবং চারহাজার ঘন্টা ওয়াচ টাইম। ফেসবুকে মনিটাইজ পেতে হলে আপনার ৪টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।
১. আপনার আপলোড করা ভিডিও -টি অবশ্যই ৩ মিনিটের বেশি হতে হবে।
২. আপনার পেজে ১০ হাজার ফলোয়ার অথবা লাইক থাকতে হবে।
৩. আপনার সব ভিডিও মিলিয়ে ৩০ হাজার ভিউস হতে হবে। ওয়াচ টাইম নয় শুধু ভিউস প্রয়োজন।
৪. সবগুলো ভিডিও অবশ্যই আপনার নিজের হতে হবে।
0 Comments