অনলাইন থেকে মাসে 500$-1000$ আয় করুন

আমরা সবাই জানি অনলাইন থেকে আয় করা যায়। কিন্তু কিভাবে আয় করতে হয় বা আয় করার সঠিক পথ-টি জানা নেই। যদি না জেনে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্যই। কিভাবে এবং কোথা থেকে আয় করবেন জানতে পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।
১.    ইউটিউব
ইউটিউব অনলাইন থেকে আয়ের সব চেয়ে সহজ উপায় হলেও এখন অনেক কঠিন হয়ে গেছে। তার উপর এসেছে নতুন মনিটাইজেশন পলিসি। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে AdSense এর মধ্যমে আয় করতে পারবেন।


২.    ব্লগ
আপনার যদি লিখালিখি করতে ভালো লাগে তাহলে আপনি নিজের একটি ব্লগ সাইট তৈরি করে AdSense এর মধ্যমে আয় করেত পারবেন। এর জন্য আপনাকে ডোমেইন ও হোস্টিং কিনে একটি ব্লগ অথবা ওয়েব সাইট বানাতে হবে। আর আপনি চাইলে সম্পূর্ণ ফ্রী-তেও কাজটি করতে পারবনে, তার জন্য আমাদের এই ব্লগ দুইটি দেখুন।


৩.    Android Application
ছোট ছোট application তৈরী করে admob এর ads বসিয়ে আয় করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন আমিতো কোডিং পারি না application তৈরী করবো কিভাবে। কোডিং ছাড়া অ্যাপ্লিকেশান তৈরি করা শিখতে আমাদের এই ব্লগটি দেখুন।


৪.    Affiliate Marketing
অনলাইনে আপনি affiliate marketing করে আয় করতে পারেন।
affiliate marketing হলো অনলাইনের মাধ্যমে অন্যের product সেল করে দেওয়া। affiliate marketing এর জন্য অনেক ভালো সাইট রয়েছে যেমন, Amazon, flipcart, Daraz, Bdshop ইত্যাদি।


৫.    Outsourcing
Fiverr/MarketPlace/Upwork হলো এমন একটি মার্কে‌ট প্লেস যেখানে আপনি অনেক ধরনের কাজ পাবেন যেমন, ( ওয়েব সাইট ডিজাইন, এসইও, ভিডিও এডিটিং, ফোটো এডিটিং, ব্যানার ডিজাইন, ইত্যাদি)। Fiverr এ সর্ব‌নিম্ন কাজের রেট হলো 5$ এবং সর্বচ্চো আপনার কাজের মান অনু্যায়ি দিতে পারবেন। অনলাইনে যে কাজ করে দেওয়া যাবে এমন সব ধরনের কাজ করতে পারবেন মার্কেট প্লেসগুলোতে ।


৬.    ডেটা এন্ট্রি
অনলাইনে কাজ করার সবচেয়ে সহজ কাজ হলো ডেটা এন্ট্রি কাজ। সহজ হওয়ায় এর কম্পিটিশন ও বেশি। তাই কাজ পাওয়া কঠিন। কোথায় কাজ পাবেন? ডেটা এন্ট্রির কাজও আপনি Upwork, Fiverr এ পেয়ে যাবেন।


৭.    লিংক সর্ট‌
মনে করেন আপনি একটি সফটওয়ার এর ডাউনলোড লিংক শেয়ার করলেন এবং এই লিংক ব্যবহার করে অনেকে সফটওয়ারটি ডাউনলোড করেছে, কিন্তু আপনার তো কোনো লাভ হলো না। তাই আপনি যদি ডাউনলোড লিংকটি সর্ট‌ করে দেন তাহলে যারা লিংকে ক্লিক করবে তাদেরকে প্রথমে একটি ads দেখতে হবে এবং পরে ads স্কিপ করে মেইন ডাউললোড পেইজে যতে হবে। ফলে আপনিও কিছু টাকা আয় করতে পারবেন। লিংক সর্ট‌ করার জন্য নানা সাইট রয়েছে সেই গুলো ব্যবহার করতে পারেন।


৮.    আর্টি‌কেল
আর্টি‌কেল লিখে অনলাইন থেকে আয় করা যায়। আপনি যদি ভালো মানের আর্টি‌কেল রাইটার হয়ে থাকেন তাহলে আপনি আপনার লিখা আর্টি‌কেলগুলো বিক্রি করে আয় করতে পারবেন। বর্ত‌মানে ফ্রিল্যান্সিং মার্কে‌টগুলোতে আর্টি‌কেল রাইটিং এর অনেক কাজ পাওয়া যায়। তবে কোনো প্রকার কপি করা আর্টি‌কেল হলে হবে না আপনার আর্টি‌কেল ইউনিক হতে হবে।

For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments