বর্তমানে পিসি মার্কেটের যেই অবস্থা তাতে করে মন মতো পিসি বুইল্ড করা সম্ভব হচ্ছে নাহ। আর GPU দিয়ে বুইল্ড করার কথা তো ভাবায় দায় হয়ে দাঁড়াচ্ছে। আজকের বুইল্ড তাদের জন্য যারা এই সময়েও Full PC - With Monitor বুইল্ড করতে চাসছেন। যেহেতু, PC components এর দাম অনেক বেশি তাই কোনটা রেখে কোনটা কিনবেন অনেকই বুঝতে পারতেছেন নাহ। ভালো CPUবুইল্ড করতে গিয়ে অনেকে আবার মনিটর নিতে পারছেন নাহ। বাহ নিলেও খারাপ মনিটর নিচ্ছেন যাহ আপনার কাছের জন্য উপযুক্ত নয়। যেহেতু পিসি মাসে মাসে চ্যাঞ্জ করা যায় নাহ তাই আজকে আমি ৮০ হাজার টাকার মধ্যে i5 11400 + 16GB + nmve + HDD + Monitor একটা পারফেক্ট বুইল্ড নিয়ে এসেছি আপনাদের জন্য।
কারো বাজেট কম হলে, ৬৫-৭০ হাজার হলে HDD বাদ দিয়ে, nvme টা ৩ হাজার দিয়ে নিলে আর Ram একটা নিলেই আপাতত চলবে। পরে আপগ্রাড করে নিবেন। তাহলেই ১২-১৩ হাজার টাকা কম লাগবে, বাজেটের মধ্যে হয়ে যাবে।
যাদের এই মুহূর্তে পিসি খুব বেশি দরকার এবং মুলত মিড-প্রোফেসনাল গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, পোগ্রামিং, গেমিং করবেন তাদেরকে উদেশ্য করেই বিল্ড গাইডটি তৈরী করেছি।
CPU Intel Core i5-11400, 6 Core 12 thread 18,500 /-
CPU Cooler Thermaltake UX200 ARGB Lighting Air CPU Cooler 3,000 /-
Total 80,390/-
বিল্ডটির সর্বোমট বাজেট হলো ৮০,৩৯০ টাকা। যাদের বাজেট ৮০হাজার টাকা তারা চাইলে এই বিল্ড-টি নিতে পারেন এবং পরবর্তী তে জিপিউ প্রাইস কমলে একটা জিপিউ এড করে নিবেন শুধু। PSU যাহ দিয়েছে টা দিয়ে আপনি সহজেই GTX 2070 card ব্যবহার করতে পারেবন।
0 Comments