আজকের এই ব্লগটি হচ্ছে প্রোফেসনাল ভিডিও গ্রাফারদের জন্য। আজকে এমন একটি অ্যাপ সম্পর্কে কথা বলব যাহ প্রত্যেক প্রোফেসনাল ভিডিও গ্রাফারদের জন্য প্রয়োজনীয়।
Shot Designer হচ্ছে এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনি শট নেওয়ার আগেই আপনার সাবজেক্ট বিবেচনা করে ক্যামেরা আঙ্গেল, লাইটিং, ফোকাল লেনথ সাঝিয়ে দেখে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মতো শট নিতে পারবেন কিনা।
এটা অনেক কাজের যারা নতুন এই প্রফেশনে আসছে। কারণ শুটিং শুরার আগে সাবজেক্ট কেমন হবে, কোন আঙ্গেল থেকে লাইটিং দিলে ভালো ফোকাস পাবে, লাইটিং কোন দিক থেকে, কোন উপর থেকে দিতে হবে, ক্যামেরা কোন কোন দিক থেকে বা কোন কোন দিকে রাখলে ভালো ভালো শট পাওয়া যাবে তার সব কিছুই অ্যাপের মাধমে দেখে নেওয়া যায়। শুধু তাই নয়, একাধিক ক্যারেক্টারের জন্য একাধিক আঙ্গেল থেকে ক্যামেরা সেটআপ করে দেখে দেখে নেওয়া জায়।একাধিক ঘর হলে, আগে থেকেই সিন সাঝিয়ে নেওয়া যায়, ক্যারেক্টার, ক্যামেরা, লাইটিং, আসবাবপত্র সব কিছু দিয়ে। ফলে ডিরেক্টর এবং আর্টিস্ট সবারই শট বুঝতে সুবিধা হয়, সহজ হয়। আবার মুল শট নেওয়ার সময় আর ভাবতে হয় নাহ এই শট এই দিক থেকে না নিয়ে ওই দিক থেকে নিলে কেমন হতো। উপর থেকে নিলে কেমন হতো। লাইট ওই পাশ থেকে দিলে কেমন হতো। এই সব চিন্তা আর ঝামেলা আর থাকে নাহ।
সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, প্লে স্টোরে অ্যাপ-টি সম্পূর্ণ ফ্রী।
Play Store Link :- Click Here
0 Comments