আমরা যারা YouTube Creator, Website Admin, Blogger তাদের সবারই SEO সম্পর্কে ধারণা নাহ থাকলেও একবারও যে শুনেন নি সেটা বলা ভুল হবে। জীবনে একবার হলেও এসইও -এর কথা শুনেছেন। এসইও মূলত দুই ধরনের হয়ে থাকে।
১. On page SEO
২. Off page SEO
আগের ব্লগে আমি অন পেজ এসইও নিয়ে কথা বলেছি তাই এই ব্লগে আমি অফ পেজ এসইও নিয়ে কথা বলব।
আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটে অফ পেইজ এসইও না করে যদি শুধু অন পেইজ এসইও করেন তাহলে ভালো ফলাফল পাবেন না। অফ পেইজ এসইও এর সবচেয়ে বড় বিষয় হলো Backlink.ব্যাকলিংক হচ্ছে আপনার সাইটের লিংক অন্য সাইটের মধ্যে থাকবে এবং সেই সাইট হতে আপনার সাইটে ভিজিটর আসবে। ব্যাকলিংক দুই প্রকার।
1. No Follow Backlink
2. Do Follow Backlink
No Follow Backlink
নো ফ্লো ব্যাকলিংক হচ্ছে, আপনার সাইটের লিংক অন্য কোনো সাইটে দেওয়া আছে এবং এই লিংকে ক্লিক করলে ভিজিটর সরাসরি আপনার সাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তবে নো ফ্লো ব্যাকলিংক দিয়ে এসইও এর ক্ষেত্রে খুব বেশি উপকার হয় না।
Do Follow Backlink
ডু ফ্লো ব্যাকলিংক লিংকে ক্লিক করলেও ভিজিটর আপনার সাইটে রিডাইরেক্ট হবে এবং সেই সাথে সার্চ ইঞ্জিন আপনার সাইটে দ্রুত ইন্ডেক্স করবে। তাই এসইও এর জন্য ডু ফ্লো ব্যাকলিংক তৈরী করা উচিত।ডু ফ্লো ব্যাকলিংক আবার দুই ধরনের
1. HIGH PR BACK LINKS
2. LOW PR BACK LINKS
HIGH PR BACKLINKS
HIGH PR BACKLINKS এর ভ্যালু সার্চ ইঞ্জিনের কাছে অনেক বেশি। একটি HIGH PR BACK LINKS ১০০টি LOW PR BACK LINKS এর সমান। HIGH PR BACK LINKS মানে আপনি যদি এমন কোনো সাইটে ব্যাকলিংক করেন যার page rank high তাহলে আপনার লিংক টি HIGH PR BACK LINKS হবে।
LOW PR BACK LINKS
LOW PR BACK LINKS হচ্ছে, আপনি যদি আপনার সাইটের Back Links এমন কোনো সাইটে করেন যার PR অনেক কম এবং সাইটি এখনো Rank করতে পারেনি তাহলে আপনার Back Links -টি LOW PR BACK LINKS হবে।
Page Rank কি
Page Rank হলো কোনো ওয়েব সাইটের দৈনিক ভিজিটর এর উপর ভিত্তি করে দেওয়া মান। Page Rank চেক করার জন্য প্রথমে গুগুলে চলে যান তারপর how to check page rank লিখে সার্চ করে যেকোনো একটি সাইটে গিয়ে আপনি PR Check করতে পারবেন। PR value 1-10 এর মধ্যে হয়ে থাকে।কোনো সাইটের পেইজ rank যদি ১০ এর মধ্যে ২ এর উপর হয় তাহলে সেই সাইটের Page Rank ভালো এবং আপনি এই সাইটে ব্যাকলিংক করলে সেটি HIGH PR BACK LINKS হবে।
0 Comments