আমরা যারা YouTube Creator, Website Admin, Blogger তাদের সবারই SEO সম্পর্কে ধারণা নাহ থাকলেও একবারও যে শুনেন নি সেটা বলা ভুল হবে। জীবনে একবার হলেও এসইও -এর কথা শুনেছেন। এসইও মূলত দুই ধরনের হয়ে থাকে।
১. On page SEO
২. Off page SEO
এই ব্লগে আমি অন পেজ এসইও নিয়ে কথা বলব।
On page SEO সরাসরি ওয়েবসাইটে করা হয়। On page SEO করার জন্য আপনাকে প্রথমে ব্লগ এর ডিজাইন ভালো ভাবে করতে হবে। আপনি যদি ডিজাইন করতে না পারেন তাহলে অনলাইন থেকে ভালো একটি টেমপ্লেট ডাউনলোড করে ব্লগে যুক্ত করে নিতে হবে। থিম নির্বাচন করার সময় খেয়াল রাখবেন থিমটি যেনো SEO-Friendly এবং Simple-design -এর হয়। অতিরিক্ত ডিজাইনের সাইট লোড হতে অনেক সময় নেয়। যা এসইও জন্য মোটেও ভালো নয়।
Google Trends
আপনি যে জিনিস নিয়ে কাজ করেন না কেন আপনাকে কোনো পোস্ট করার পূর্বে রিসার্চ করা উচিত।এই কাজের জন্য আপনি Google Trends ব্যবহার করতে পারেন। সাইটে গিয়ে উপরে কিছু ওপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার জিনিস অনুযায়ী ওপশন সিলেক্ট করে রিসার্চ করে নিবেন। এখান থেকে রিসার্চ করে পোস্ট করলে আপনি এসইও করে অনেক অর্গানিক ট্রাফিক নিতে পারবেন।
Hyperlink
এটি এসইও জন্য অনেক কাজে লাগে। মনে করেন আপনি এখন এসইও নিয়ে আর্টিকেল লিখছেন।আপনার ব্লগে যদি পূর্বের এসইও নিয়ে কোনো আর্টিকেল থাকে তাহলে আপনি ঐ আর্টিকেলগুলোর টাইটেলসহ লিংক যুক্ত করে নিবেন, এতে করে ভিজিটর যদি আপনার পূর্বের আর্টিকেলগুলো না পড়ে থাকে তাহলে সে লিংক এ ক্লিক করে আর্টিকেলগুলো পড়তে পারে।
উদাহরণস্বরূপ আমি যেমন অফ পেজ এসইও ব্লগ লিংকটি যুক্ত করেছি।
Image Optimization
আপনার ব্লগ যদি WordPress এর হয়ে তাকে তাহলে আপনি ইমেইজ আপলোড করার পর ডানপাশে alt tag নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে আপনি আপনার আর্টিকেল এবং ইমেইজ সম্পর্কিত tag গুলো যুক্ত করে নিবেন। আর আপনার ব্লগ যদি ব্লগার দিয়ে তৈরী হয়ে থেকে তাহলে আপনি caption যুক্ত করে নিবেন।
Sitemap
এসইও করার জন্য আপনার ব্লগের সাইট ম্যাপ তৈরী করে সেটি সার্চ ইঞ্জিন এ সাবমিট করে নিবেন।সাইট ম্যাপ তৈরী করার জন্য প্রথমে google এ গিয়ে create sitemap লিখে সার্চ দিন। যেকোনো একটা create sitemap সাইটে যান। এখন আপনি আপনার সাইটের url start এ ক্লিক করুন। কিছু সময়ের ভিতরে আপনার সাইট ম্যাপ তৈরী হয়ে যাবে। এখন সাইট ম্যাপ এর xml ফাইলটী ডাউনলোড করে নিন।
0 Comments