TOP 3 Best Professional Camera Apps for Android 2021

বর্তমান সময়ে অনেক মানুষই YouTube এ Content Creator হতে চাই। একজন ভালো Content Creator হতে হলে একজন YouTuber এর প্রয়োজন অনেক ভালো জ্ঞান যেই বিষয়ে সে Content তৈরি করতে চায়। কিন্তু ভালো জ্ঞান হলেই কি একজন সফল YouTuber হওয়া যায়? উত্তরটি হচ্ছে নাহ। ভালো মানের Content তৈরি করতে হলে ভালো মানের gears ও প্রয়োজন পরে। কিন্তু একজন নতুন Content Creator এর পক্ষে শুরুতেই ভালো ক্যামেরা, ভালো সাউন্ড সিস্টেম কিনা সম্ভব হয় নাহ।

আজকে তাই আমি দেখাব কিভাবে আপনি আপনার ফোন দিয়েই ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারেবন। আর কিভাবে ভালো কুয়ালিটি সম্পূর্ণ অডিও রেকর্ড করবেন তা নিয়ে অনেক আগেই আমি একটা ব্লগ তৈরি করেছি চাইলে সেটা দেখতে পারেন।

Quality full Audio Recorder blog link.

Edit Audio in phone blog link.


1. FiLMiC Pro: Professional HD Manual Video Camera


ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার যত গুলো অ্যাপ রয়েছে তার মধ্যে ১ নাম্বার হচ্ছে এই FiLMiC Pro. এর মধ্যে এটা DSLR এর মধ্যে যেই অপশনগুলো থাকে তার সবই রয়েছে। Color balance, Focus adjust while, Iso control, shutter speed, Iso bust, 4k resulation, frame rate control, audio adjust while, lots of presets, CMS, stabilization and many more.

এই অ্যাপে এত অপশন আছে যাহ বলে শেষ করা যাবে নাহ। কিন্তু প্লে স্টোরে অ্যাপটি পাইড। এর কোন ফ্রী ভার্সন নেই। কিন্তু আমি মনে করি, যে ব্যক্তি নিজেকে একজন YouTube Content Creator হিসেবে প্রতিষ্ঠিত করবে বলেই YouTube জগতে প্রবেশ করে তার জন্য 14$ বা ১২০০ টাকা দিয়ে এই অ্যাপটি কিনা তেমন কিছু নয়। কারণ অ্যাপটি তার দাম অনুযায়ী সব কিছুই দিচ্ছে। বরং দামের থেকেও বেশি কিছু অফার করতেছে ব্যবহারকারীকে।

Play Store Link :- Click Here



2. Cinema FV-5

Filmic Pro এর পরে যদি কোন অ্যাপ থাকে ভালো ভিডিও রেকর্ডের জন্য সেটি হচ্ছে Cinema FV-5. ভালো বিষয় হচ্ছে Cinema FV-5 এর ফ্রী ভার্সনও রয়েছে প্লে স্টোরে। তফাৎ শুধু ফ্রী ভার্সনে অ্যাড আসে, আর কিছু জিনিস লিমিটেড করা আর কিছুই নয়। বাকি সব কিছু একই। কিন্তু একজন নতুন YouTuber এর যাহ যাহ প্রয়োজন তার সব কিছুই রয়েছে ফ্রী ভার্সনেও।

External audio recording option, live audio monitor, custom video bit rate/ frame rate/ codec option, Raw color channel and many more.

Filmic Pro এর মতো হইত অনেক কাস্টমাইজ করার অপশন নেই, কিন্তু যাহ আছে তাও কম কিছু নয়। একজন নতুন YouTuber এর জন্য বা নতুন YouTube চ্যানেল গড়ে তুলার জন্য যাহ প্রয়োজন তার সবই  আছে।

Play Store Link :- Click Here



3. Protake - Mobile Cinema Camera

Filmic Pro আর Cinema FV-5 অ্যাপস দুইটা আমি নিজে প্যারসোনালি ব্যবহার করি। এটা আমি অতটা ব্যবহার নাহ করলেও এটাও একি ভালো মানের ভিডিও রেকর্ড অ্যাপ। Customizable iso, shutter speed, wb, lens, FPS, Res, audio monitor, color balance, log profile, presets and many many more.

সব থেকে ভালো কথা হচ্ছে প্লে স্টোরে অ্যাপটি সম্পূর্ণ ফ্রী। অ্যাপটি ইন্সটল করে সব অপশন দেখে যদি মনে হয় যে আপনি এর সম্পূর্ণ অপশনগুলো ব্যবহার করবেন বা আপনার কাজে আসবে তখন চাইলে আপনি purchase করতে পারেন। আর যদি দেখেন নাহ purchase করা ছাড়ায় আপনার কাজ হয়ে যাচ্ছে তাহলে তো আর কোন কথায় নেই।

তবে purchase করতে ৭০০-১০০০ টাকার মতই লাগে। তাই আমি বলব কেউ নিজেকে YouTuber হিসেবেই গড়তে চাইলে purchase করায় উত্তম।

Play Store Link :- Click Here

Post a Comment

0 Comments