YouTube new Update August 2021

YouTube অগাস্ট মাসে কিছু নিউ ফিচার অ্যাড করেছে। নতুন যুক্ত করা ৫টি ফিচার মূলত কন্টেন্ট ম্যেকারদের জন্য আনা হয়েছে। যদি নাহ জেনে থাকেন তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।


1.    Realtime Card

আগে শুধু মাত্র কম্পিউটার থেকে লাইভ কার্ড দেখা যেত। তাই আপনার চ্যানেল বা কোন ভিডিও -তে কখন কত ভিউস হচ্ছে সেটা ফোনে থেকে লাইভ দেখা নাহ গেলেও বর্তমান এই আপডেটের জন্য এখন থেকে মোবাইলেও Realtime Card দেখা যাবে। 


2.    Mentions Card

আগে যখন কোন কন্টেন্ট ক্রিয়েটর কোন কমেন্টের রিপ্লে করত সেটাও অন্য কমেন্টের মধ্যে থাকতো। ফলে ক্রিয়েটরের জন্য অসুবিধা হত বুঝতে কোনটা রিপ্লাই করা হয়েছে আর কোনটা হইনি। কিন্তু নতুন আপডেটের ফলে Studio তে Comments এর সাথে mentions নামে নতুন একটা ট্যাব যুক্ত করা হয়েছে। এই ট্যাবে সেই কমেন্টস গুলো থাকবে যেই গুলো রিপ্লাই দেওয়া হয়েছে।


3.    Comments Filter

এখন থেকে কমেন্টে সুপার চ্যাট নামে নতুন ফিল্টার থাকবে এবং ভিউআর সেই খানে সুপার চ্যাট দিতে পারবে।


4.    New Monetization Rules

১০০০ সাবস্ক্রাইবার, ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম ছাড়াও Community Guide Lines -যুক্ত করা হয়েছে মনিটাইজেশন রুলে। ফলে যদি আপনার চ্যানেলে কোন Community Strike থাকে তাহলে আপনি eligible হবেন নাহ মনিটাইজেশনের জন্য। আপনাকে ৩ মাস অপেক্ষা করতে হবে Stike উঠে যাবার জন্য।


5.     # tag

সর্বশেষ আপডেটটি হচ্ছে # ট্যাগ নিয়ে। এখন থেকে আপনি যখন কোন # ট্যাগ ব্যবহার করবেন তখন YouTube আপনাকে সেই # ট্যাগের নানা তথ্য দিবে। যেমন # ট্যাগটি কতগুলো চ্যানেল ব্যবহার করেছে, # ট্যাগটির success rate কত ইত্যাদি।


For Any Help :-

FB page :- Click here

Direct massage :- Click Here

FB Group :- Click Here

YouTube :- Click Here

Post a Comment

0 Comments